Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভেন্দু অধিকারী ও তার মায়ের দ্রুত সুস্থতা কামনায় পূজো করলো কোলাঘাট ব্লকের দাদার অনুরাগী ও অন‍্যদিকে পাঁশকুড়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/dCOHd4ZnIDQগত কয়েক দিন আগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী ও মা গায়ত্রী দেবী, জানা গিয…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/dCOHd4ZnIDQ

গত কয়েক দিন আগে মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক শুভেন্দু অধিকারী ও মা গায়ত্রী দেবী, জানা গিয়েছে ইতিমধ্যেই হোম আইসোলেশন এর রয়েছে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী, মা গায়ত্রী দেবী কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল, আর এই খবর ছড়িয়ে পড়তেই সারা রাজ্যে দাদার অনুগামী অর্থাৎ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর অনুগামীরা পূজা আর্চনা সহ হোম যজ্ঞের মধ্য দিয়ে দ্রুত সুস্থতার লক্ষ্যে আরোগ্য কামনা করছে অনুগামীরা, পূর্ব মেদিনীপুর কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি মহাপ্রভুর মন্দিরে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ও মা গায়ত্রী দেবীর সুস্থতার লক্ষ্যে পুঁজো আর্চনা করল দাদার অনুগামী শুভেন্দু অধিকারীর অনুগামীরা।অন‍্যদিকে আজ  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের পাশাপাশি  পাঁশকুড়ার প্রতাপপুর গ্রামে চন্দনেশ্বরী কালী মন্দিরে মন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মা এর করোনা থেকে দ্রুত সুস্থতা কামনায় পূজা অর্চনা ও যজ্ঞের আয়োজন করলো পাঁশকুড়া বনমালী কলেজ তৃনমূল ছাত্রপরিষদ ইউনিট।এদিন তৃনমূল ছাত্রপরিষদের পক্ষ থেকে বিশেষ পূজা অর্চনায় ব্রতী হন পাঁশকুড়া বনমালী কলেজ তৃনমূল ছাত্রপরিষদের ইউনিট সভাপতি সৌগত দিক্ষিত,জি এস সাকলিন মুস্তাফা,ওয়ার্কিং সভাপতি অরূপ কুমার নায়েক সহ একাধিক ছাত্রছাত্রীরা।


No comments