Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নন্দকুমার পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিপ্লবী বাঘাযতীনের ১০৬তম আত্মাহূতি দিবস......

বীর বিপ্লবী বাঘাযতীনের ১০৬তম আত্মাহূতি দিবস। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দিনটি যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান তমলুকে স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে বাঘাযতীন নন্দকুমার ব্লকের কুমরআড়…

 




বীর বিপ্লবী বাঘাযতীনের ১০৬তম আত্মাহূতি দিবস। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে দিনটি যথোচিত শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান তমলুকে স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ে বাঘাযতীন নন্দকুমার ব্লকের কুমরআড়া গ্রামে ১৪ দিন আত্মগোপন করেছিলেন ও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী স্থানীয় যুবকদের ইংরেজদের বিরুদ্ধে 

লড়াইয়ের নানা কলাকৌশলের প্রশিক্ষণ দিয়েছিলেন।  সামাজিক দূরত্ব মেনে নন্দকুমার পঞ্চায়েত সমিতির উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর আবক্ষ মূর্তিতে মাল্যদান, জীবন ও কর্ম নিয়ে আলোচনা ইত্যাদি ছিল এর অঙ্গ। নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার বেরা, নন্দকুমার পঞ্চায়েত সমিতি সমষ্টি আধিকারিক( বি ডি ও)শানু বক্সী

No comments