Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বোনাস নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকের ডাক

পূর্ব মেদিনীপুর জেলার হোসিয়ারি শ্রমিকদের আসন্ন পুজোর বোনাস দেওয়ার বিষয় নিয়ে শ্রম দপ্তর অবশেষে আগামী ৫ ই অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক  ডাকলেন। তমলুকের সহকারি শ্রম কমিশনার কুন্তল দাস আজ এই মর্মে একটি চিঠি ইস্যু করে মালিক এবং শ্রমিক…

 





পূর্ব মেদিনীপুর জেলার হোসিয়ারি শ্রমিকদের আসন্ন পুজোর বোনাস দেওয়ার বিষয় নিয়ে শ্রম দপ্তর অবশেষে আগামী ৫ ই অক্টোবর ত্রিপাক্ষিক বৈঠক  ডাকলেন। তমলুকের সহকারি শ্রম কমিশনার কুন্তল দাস আজ এই মর্মে একটি চিঠি ইস্যু করে মালিক এবং শ্রমিক ইউনিয়ন পক্ষ উভয়কে ঐদিন উক্ত ত্রিপাক্ষিক সভায় উপস্হিত থাকার আহ্বান জানিয়েছেন বলে জানা গিয়েছে। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৫ শে সেপ্টেম্বর এ.আই.ইউ.টি. ইউ.সি.অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের পক্ষ থেকে অন্তত কুড়ি শতাংশ হারে বোনাস এবং লকডাউন পিরিয়ডের কাজ না হওয়া দিনগুলির জন্য অন্ততঃ এক মাসের মজুরি দেওয়ার দাবি নিয়ে লেবার কমিশনারকে চিঠি দেন। সেই পরিপ্রেক্ষিতে আগামী ৫ ই অক্টোবর,সোমবার,তমলুক শ্রম দপ্তরের অফিসে এই ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছে।


No comments