Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে ছাত্র শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো

সংবাদদাতা অনিমেষ দাস ঃ ছাত্র শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে৷১৯৫৯ সালের ৩১ শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদদের উপর গুলি চালানোর প্রতিবাদে তার পরের দিন  ১ লা সেপ্টেম্বর কলকাতা কলেজ স্কোয়ারে হাজার …

 




সংবাদদাতা অনিমেষ দাস ঃ ছাত্র শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে৷১৯৫৯ সালের ৩১ শে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদদের উপর গুলি চালানোর প্রতিবাদে তার পরের দিন  ১ লা সেপ্টেম্বর কলকাতা কলেজ স্কোয়ারে হাজার হাজার ছাত্র প্রতিবাদে সামিল হয়েছিল৷সেই মিছিলে গুলি চালিয়েছিল তৎকালীন কংগ্রেস সরকার৷চার জন ছাত্রের মৃত্যু সহ অসংখ্য ছাত্র আহত হয়েছিল৷কলকাতার রাজপথ রক্তে ভিজে গিয়েছিল৷সেই থেকে এই দিনটিকে প্রতিবছর এ রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠন AIDSO অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করে আসছে৷আজকে কাঁথি শহরের ক্যানেলপাড়ে এক সংক্ষিপ্ত কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হয় ৷এই কর্মসূচীতে  উপস্থিত ছিলেন এআইডিএসও পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায়৷তিনি বলেন—"জাতীয় শিক্ষানীতি ২০২০ চালু করে যেভাবে শিক্ষায় কেন্দ্রীকরণ, বেসরকারিকরণ, সাম্প্রদায়িকীকরণ ও বৃত্তিমুখীকরণ করছে কেন্দ্রের বিজেপি সরকার তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার শপথগ্রহণের লক্ষ্যেই এই দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে৷"এই দিনটিকে পুলিশ দিবস হিসেবে ঘোষণা করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও তিনি নিন্দা জানান এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার জন্য তিনি এ আহ্বান জানান৷পূর্ব মেদিনীপুর জেলার এগরা,বাজকুল,মেচেদা,তমলুক,হলদিয়াসহ জেলার বিভিন্ন জায়গায় এই দিনটি অত্যন্ত মর্যাদার সঙ্গে শপথের অঙ্গীকারে পালন করা হয়৷কাঁথিতে আজকের কর্মসূচীতে উপস্থিত ছিলেন এআইডিএসও'র পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদকমন্ডলীর সদস্য রজ্ঞিত জানা,আগমনী দাস,জলী জানা,দীপঙ্কর পাল প্রমুখরা ৷

No comments