খেজুরী-১ ব্লকের হেঁড়িয়া অঞ্চলের পালাবনী খালের উপর শ্যামচক- মোহাটি রাস্তায় সেতু,দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর উত্তর দুরমুঠ কুমোরপাড়া সেতু সহ বিভিন্ন খালের উপর কাঠের সেতু অামফান ও নিম্নচাপের দুর্যোগের পর বেহাল হয়ে পড়েছে।সেচ দপ্তরের…
খেজুরী-১ ব্লকের হেঁড়িয়া অঞ্চলের পালাবনী খালের উপর শ্যামচক- মোহাটি রাস্তায় সেতু,দেশপ্রাণ ব্লকের মগরাখালের উপর উত্তর দুরমুঠ কুমোরপাড়া সেতু সহ বিভিন্ন খালের উপর কাঠের সেতু অামফান ও নিম্নচাপের দুর্যোগের পর বেহাল হয়ে পড়েছে।সেচ দপ্তরের অধীন এখনও অনেক কাঠের সেতু রয়েছে। দেশপ্রাণ ব্লকের গোটসাউড়ী সেতু ইংরেজ অামল থেকেই কাঠের । প্রতিটি সেতু মেরামতের জন্য ৭ থেকে ১০ লক্ষ টাকা করে খরচ হয়।কংক্রিটের সেতু নির্মাণ হয়ে গেলে বছর বছর কাঠের সেতু মেরামতের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে হত না।সিপিঅাইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কাঁথি সেচ দপ্তরের ভারপ্রাপ্ত নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে জরাজীর্ণ কাঠের সেতুগুলি মেরামতের দাবী জানিয়েছেন।
No comments