মিড ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন এবং বকেয়া প্রাপ্য মেটানো, সরকারি কর্মীর মর্যাদা সহ নানান দাবিতে আজ পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন-এর সভ্যবৃন্দ রা। এ আই ইউ টি ইউ সি অনুমোদিত এই সংগঠন…
মিড ডে মিল কর্মীদের ১২ মাসের বেতন এবং বকেয়া প্রাপ্য মেটানো, সরকারি কর্মীর মর্যাদা সহ নানান দাবিতে আজ পূর্ব মেদিনীপুর ডিএম অফিসে বিক্ষোভ দেখাল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন-এর সভ্যবৃন্দ রা। এ আই ইউ টি ইউ সি অনুমোদিত এই সংগঠন
জেলাশাসকের নিকট একটি স্মারকলিপিও জমা করেন তাঁরা। অতি মারি করোনা ভাইরাস এর হলে দীর্ঘ লকডাউনে মিড ডে মিল কর্মীদের দুরবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ ব্লকে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের মিড ডে মিল কর্মীদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া পড়ে রয়েছে। আগামী দিনে বেতন বাড়ানোর দাবিতে আজকের এই বিক্ষোভ আন্দোলন। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন এ আই ইউ টি ইউ সি র শ্রাবন্তী মাজী, রাখি বেরা, প্রমূখ।
No comments