Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মন্ত্রী শুভেন্দুর উদ্যোগে সুবর্নরেখা নদীর জলে প্লাবিত বাধিয়াতে ত্রান বিতরণ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত ।সাহাড়ার পর বাধিয়ার পাঁচতি গ্রাম যথাক্রমে  বারবাটিয়া,উত্তর বাধিয়া ,কান্ডগ্রাম,কচুয়া  ও বাখারপুর এলাকায় গত শনিবার বিক…

 




পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ নম্বর ব্লকের বাধিয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচটি গ্রাম সুবর্ণরেখা নদীর জলে প্লাবিত ।সাহাড়ার পর বাধিয়ার পাঁচতি গ্রাম যথাক্রমে  বারবাটিয়া,উত্তর বাধিয়া ,কান্ডগ্রাম,কচুয়া  ও বাখারপুর এলাকায় গত শনিবার বিকাল থেকে ওসিসি ক্যানেলে জল উপচে ঢুকতে শুরু করেছে।এই পাঁচটি গ্রামের মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন সেচ ও সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

প্রবল বর্ষার কারণে সুবর্ণরেখা নদীর জল উপচে গ্রাম গুলিতে ঢুকতে শুরু করার খবর পেয়ে এলাকায় যান বিডিও বিষ্ণুপদ রায। এছাড়াও এলাকায় ছুটে গিয়েছিলেন রামনগর এর বিধায়ক অখিল গিরি ।স্থানীয় প্রশাসন এবং বিধায়ক এর উদ্যোগে জল প্লাবিত দুর্গত মানুষদের সহায়তা করা হয়েছে। এবার এই দুর্গত মানুষদের সহায়তা করলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

জানা গেছে সুবর্ণরেখা নদীর জল উপচে জলমগ্ন এখনো এই পাঁচটি গ্রাম। এক হাঁটু জলে যাতায়াত করতে হচ্ছে মানুষদের। এলাকা জলমগ্ন হওয়ায় ধান চাষ, পান চাষ ও সবজি চাষে ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে।এই  ঘটনার পর কয়েক দিন কেটে গেলেও এখনো বিঘার পর বিঘা জমি জলমগ্ন বলে স্থানীয় সূত্রে জানা গেছে ।এ বিষয়ে রামনগর  এক পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র জানিয়েছেন কিছু কিছু জায়গায় পাম্পের সাহায্যে জল বের করার ব্যবস্থা করা হয়েছে ।জলমগ্ন এলাকার মানুষদের উঁচু এবং নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। স্থানীয় কিছু স্কুলে ত্রান শিবিরের  ব্যবস্থা করেছে প্রশাসন। তবে এখনো কাউকে সরিয়ে নিয়ে যেতে হয়নি। তিনি আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতি অফিসে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও ত্রাণ মজুদ রয়েছে ।প্রসঙ্গত উড়িষ্যা কোস্ট ক্যানেল তীরবর্তী এই বাধিয়া এলাকা অনেকটা গামলার মত। ওসিসি বা ওড়িশা কোস্ট ক্যানেল এখান থেকে পাশের রাজ্য উড়িষ্যা এলাকায় সুবর্ণরেখা নদীর সাথে যুক্ত । ফলে সুবর্নরেখা নদীতে জল বাড়লে সেই জল এই ক্যানেলকে ভরিয়ে দেয়। তার জেরে ক্যানেলের তীরবর্তী এলাকা হওয়ায় প্লাবিত হয় বাধিয়া ।

No comments