পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের নির্দেশেআজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে ও পূর্বমেদিপুর ডি এম অথিস সহ বিভিন্ন ব্লকও হলদিয়া মহকুমা অফিসে প্রধানমন্ত্রী গরীর কল্যান যোজনায় বরাদ্দকৃত টাকা পরিযায়ী শ্রমি…
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় অধীর চৌধুরী মহাশয়ের নির্দেশেআজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে ও পূর্বমেদিপুর ডি এম অথিস সহ বিভিন্ন ব্লকও হলদিয়া মহকুমা অফিসে প্রধানমন্ত্রী গরীর কল্যান যোজনায় বরাদ্দকৃত টাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্য গরীব মানুষের নাম অন্তভুক্ত করাসহ বিভিন্ন দাবীত ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্যোগে ডেপুটেশন দেওয়া হয়।পরিযায়ী শ্রমিকদের নাম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অন্তর্ভুক্ত করা, ব্লকে ব্লকে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের নাম সরকারিভাবে ঘোষণা করা, অবিলম্বে প্রতিটি অসংগঠিত শ্রমিক কে এককালীন দশ হাজার (10,000) টাকা ও মাসিক সাড়ে সাত হাজার (7500) টাকা করে যতদিন না তারা কাজ শুরু করতে পারেন প্রত্যেক শ্রমিককে দেওয়ার দাবি সহ অন্যান্য দাবিতে আজ ভারতীয় জাতীয় কংগ্রেস হলদিয়া মহাকুমা কমিটির উদ্যোগে হলদিয়া মহাকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হল।
উপস্থিত ছিলেন- সুদর্শন মান্না, আবুসালে মোল্লা ,আজাদ আলী, তাপস উত্থাসিনী, শোভন মাইতি ,ওহিদুল ইসলাম,জুল্লল রহমান, কল্যান দাস সহ অসংখ্য কর্মীবৃন্দ।
No comments