করোনার করাল থাবার মাঝেই দেশের নানা প্রান্তে শুরু হয়েছে রক্ত সংকট৷আর সেই রক্তের চরম সংকট মেটাতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এগরা ২ ব্লকের পশ্চিম মন্ডলের উদ্যোগে উত্তর দাউদপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার।জানা গিয়েছে,এদি…
করোনার করাল থাবার মাঝেই দেশের নানা প্রান্তে শুরু হয়েছে রক্ত সংকট৷আর সেই রক্তের চরম সংকট মেটাতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এগরা ২ ব্লকের পশ্চিম মন্ডলের উদ্যোগে উত্তর দাউদপুরে রক্তদান শিবির অনুষ্ঠিত হল মঙ্গলবার।জানা গিয়েছে,এদিন সরকারি স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৭০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন।এদিনের কর্মসূচিতে ছিলেন মন্ডল সভাপতি চন্দন বেরা,সাধারণ সম্পাদক বাসুদেবদাস মহাপাত্র সহ অন্যান্য দলীয় কর্মীরা।
No comments