Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল ও সিপি আই(এম) থেকে যোগদান শতাধিক কর্মী বিজেপিতে

পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম ।বিপ্লবে আরেক নাম মেদিনীপুর। বীর বিপ্লবী আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুর। সেই জেলায় প্রতিনিয়ত দল পরিবর্তনের খবর আমরা শুনতে পাই। পূর্ব মেদিনীপুর জেলার মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধি…

 





পরিবর্তনে আরেক নাম নন্দীগ্রাম ।বিপ্লবে আরেক নাম মেদিনীপুর। বীর বিপ্লবী আন্দোলনের পীঠস্থান পূর্ব মেদিনীপুর। সেই জেলায় প্রতিনিয়ত দল পরিবর্তনের খবর আমরা শুনতে পাই। পূর্ব মেদিনীপুর জেলার মন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারির লোকসভা কেন্দ্র এবং মমতা ব্যানার্জির স্নেহধন্য বিধায়ক ডক্টর সুদর্ষণ ঘোষ দস্তিদারের বিধানসভা এলাকায় শাসক দল মা মাটি মানুষের দল থেকে পরিবর্তন হয় বিজেপিতে যোগদান। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/LoPgKQhSMY8

প্রসঙ্গত,৮ই সেপ্টেম্বর 2020 বিশ্ব সাক্ষরতা দিবস। মহিষাদল বিধানসভা এলাকায় অন্তগত অমৃতবেড়িয়য়া১১১নং বুথে সি.পি.আই(এম) এর নিরাপদ দাস ও তূনমূল কংগ্রেসের বুথ সভাপতি ধনঞ্জয় দাস সহ ৫৩ টি পরিবারের ১৫০ শতাধিক মানুষ ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুন নায়েক ও সহ সভাপতি তপন ব্যানাজী হাত থেকে ভারতীয় জনতা পার্টির পতাকা গ্রহণ করলেন এবং প্রাথমিক সদস্য গ্রহণ করলেন। দল ত্যাগ করে তারা বলেন আম্ফান ঘূর্ণিঝড়ের স্বজনপোষণ নীতি আমরা মেনে নিতে পারিনি তাই আমরা ভারতীয় জনতা পার্টির দলের নাম লিখিয়েছি আগামী নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন মা মাটি মানুষের সরকার পরিবর্তন হবেই ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থেকে বেশি বেশি ভোট পাবে আমরা আশা রাখি।


No comments