চৈতন্যপুর নিউ স্টার এর ব্যবস্থাপনায় শারদ উৎসব ২০২০ এর শুভ সূচনা খুঁটি পূজা এবং রক্তদান শিবির এর মধ্য দিয়ে আজ শুরু হলো। বর্ষ - ৯ । অন্যান্য বছরের সাপেক্ষে এই বছরে আমাদের চিন্তাধারা আলাদা।করোনা ভাইরাসের কারণে দেশের সংকটজনক আর্থিক…
চৈতন্যপুর নিউ স্টার এর ব্যবস্থাপনায় শারদ উৎসব ২০২০ এর শুভ সূচনা খুঁটি পূজা এবং রক্তদান শিবির এর মধ্য দিয়ে আজ শুরু হলো। বর্ষ - ৯ । অন্যান্য বছরের সাপেক্ষে এই বছরে আমাদের চিন্তাধারা আলাদা।করোনা ভাইরাসের কারণে দেশের সংকটজনক আর্থিক পরিস্থিতিতে যে সমস্ত ছোট প্রতিবন্ধী শিল্পী, যারা এখনো কাজ পায়নি, সেই রকম একজন শিল্পীকে আমরা প্রতিমা তৈরি করতে দিয়েছি যাতে সে কিছু অর্থ উপার্জন করতে পারে ।একইভাবে বড় আর্টিস ও ডেকোরেটার্স কে না নিয়ে এলাকার দুঃস্থ ডেকরেটার্স, যাদের আর্থিক সংকটের মধ্যে চলছে, সেই রকম ডেকোরেটার্স কে আমরা কাজ দিয়ে তাদের কিছু অর্থ পাইয়ে দেবার চিন্তাধারা নিয়েছি।
পুজোর উদ্বোধনে এলাকার করোনা জয়ী ও করোনা মোকাবিলায় যে সমস্ত মানুষ লড়াই করেছে ,যেমন - ডাক্তার, নার্স, অ্যাম্বুলেন্স চালক প্রমুখ ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হবে। জানালেন চৈতন্যপুর নিউ স্টারক্লাব সম্পাদ গৌতম হাজরা ।
No comments