Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিক্ষারত্ন পুরস্কারে সম্মানিত হচ্ছেন জেলার পাঁচ শিক্ষক

প্রতিবছর ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জেলার কৃতী শিক্ষকদের " শিক্ষারত্ন" পুরস্কারে সাম্মানিত করা হয়। এবছর জেলার পাঁচ কৃতী শিক্ষক সেই পুরস্কারের সম্মানিত হবেন। যার মধ্যে প্রাথমিক স্তরের তিনজন ও মাধ্যমিক  স্তরের দুজন রয়েছে…

 





প্রতিবছর ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে জেলার কৃতী শিক্ষকদের " শিক্ষারত্ন" পুরস্কারে সাম্মানিত করা হয়। এবছর জেলার পাঁচ কৃতী শিক্ষক সেই পুরস্কারের সম্মানিত হবেন। যার মধ্যে প্রাথমিক স্তরের তিনজন ও মাধ্যমিক  স্তরের দুজন রয়েছে। হলদিয়ার পরানচক প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার শেঠ, কাঁথির  ধর্মদাস বার্ড প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  চিত্তরঞ্জন  মাইতি,  ময়নার  কিয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি, হলদিয়া জয়নগর হাই স্কুলের  সহকারী শিক্ষক  কানাই মহন্ত এবং কাঁথির খলিসাভাঙা হাই স্কুলের প্রধান শিক্ষক  নিরঞ্জন মান্না। প্রতিবছর কলকাতায় এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,  শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে সম্মান প্রদান করা হতো। কিন্তু বর্তমান সময়ে মহামারী কোভিড-১৯ এর কারনে ঘটা করে বহু মানুষের উপস্থিতিতে করা সম্ভব হচ্ছে না। তাই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভার্চুয়াল সভার মধ্যদিয়ে প্রতিটি জেলার জেলাশাসকের দপ্তর থেকে সেই সম্মান প্রদান করা হবে। সরকারি নিয়ম মেনে আগামীকাল ৫ ই সেপ্টেম্বর শনিবার জেলা শাসকের দপ্তর থেকে সেই সম্মান করা হবে। রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষকরা। এই ধরনের সম্মানের ফলে রাজ্যে শিক্ষকদের কাজের আগ্রহ বেড়েই চলেছে।

No comments