পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। হলদিয়া রিফাইনারি মেইনটেনেন্স টাউনশিপ ইউনিয়ন পদ থেকে সরিয়ে দিলেন সাধারণ শ্রমিকরা তমলুকের সাংসদ দিব্যেন্দুঅধিকারী কে। সদস্য দের মতে সড়কপথে প্রায় দূরত্ব ৭0 কিলোমিটার কাঁথি থেকে…
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া। হলদিয়া রিফাইনারি মেইনটেনেন্স টাউনশিপ ইউনিয়ন পদ থেকে সরিয়ে দিলেন সাধারণ শ্রমিকরা তমলুকের সাংসদ দিব্যেন্দুঅধিকারী কে। সদস্য দের মতে সড়কপথে প্রায় দূরত্ব ৭0 কিলোমিটার কাঁথি থেকে হলদিয়া এই দূরত্ব অতিক্রম করতে সাংসদ দিব্যেন্দু অধিকারি অপারগ। বলে অভিযোগ তুললেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা।
আর সেই অভিযোগে হাতিয়ার করেই আইএনটিটিইউসি পরিচালিত হলদিয়া রিফাইনারি টাউনশিপ মেনটেনেন্স ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দিব্যেন্দু কে।
দু'বছর আগে ওই সংগঠনের সভাপতি নির্বাচিত হন দিব্যেন্দু।ঐ সংগঠনের সদস্য সংখ্যা ৩৫০ জন। স্থানীয় সূত্রে খবর গত ১৯ আগস্ট টাউনশিপ রক্ষণাবেক্ষণ বিভাগের ওই সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অভিযোগ সেখানে সংখ্যাগরিষ্ঠ কর্মীদের সিদ্ধান্ত মতে দিব্যেন্দু কে সরিয়ে কার্যকরী সভাপতি তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডলকে সভাপতি নির্বাচিত করা হয়।
ইউনিয়নের সদস্য বলেন সাংসদ কাঁথিতে বসে হলদিয়া ভালো-মন্দের খবর রাখতে পারছিলেন না। বিপদে আপদে পড়লে কার্যকরী সভাপতি কাছেই ছুটে যেতে হতো। তাই সবার সংখ্যাগরিষ্ঠতা মতকে প্রাধান্য দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন সভাপতি প্রাপ্ত হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেব প্রসাদ মন্ডল বললেন কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। ভবিষ্যতেও তা পালন করার চেষ্টা করব। এর মধ্যে কোন রাজনীতি নেই। জেলার রাজনৈতিক পর্যবেক্ষকদের শিল্প শহরের আলগা হলদিয়া শহরে অধিকারী পরিবারের তারই প্রমাণ। কর্মী সংগঠনের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া তবে ওই বৈঠকে কোনো বৈধতা নেই বলে দাবি করেন আইএনটিটিইউসি পূর্ব মেদিনীপুর জেলা কার্যকরী সভাপতি শিবনাথ সরকার। তার মতে বৈঠকটি সম্পূর্ণ অবৈধ দলীয় নির্দেশ মেনে ও অগণতান্ত্রিক পদ্ধতিতে সভাপতি পরিবর্তন করা হয়েছে।
দিব্যেন্দু বলেছেন সভাপতি কে না জানিয়ে এই বৈঠক করা হয়েছে যা সম আইনবিরোধী । দলের ট্রেড ইউনিয়নের উদ্ধতম নেতৃত্ব কে জানিয়েছি। আমি গিয়ে সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলব ।আর এখন জিনি সভাপতি হয়েছেন তিনি তো প্রতারক। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব কে না জানিয়ে বৈঠক হলো কি করে?
এর উত্তর পাওয়া যায়নি? শিবনাথের কাছে দিব্যেন্দুর এই পথ হারানো নিয়ে শোরগোল ।প্রাক্তন চেয়ারম্যান বর্তমান সভাপতি দেব প্রসাদ মন্ডল বললেন আমরাই শিশিরবাবুর পরিবারকে তৃণমূল কংগ্রেস এনেছি। সেখানে দাঁড়িয়ে হলদিয়ার মানুষের সঙ্গে উনারা লুকোচুরি খেলতেন। আমাকে প্রতারক বলার কোন অধিকার উনার নেই। বর্তমান হলদিয়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ও এক রাস অভিযোগ উগরে দিলেন। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/7hWlMQ5MI14
No comments