করোনা যুদ্ধে বেসরকারি ডাক্তারদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে সাড়া দিয়েছেন রাজ্যের হাজার খানেক বেসরকারি ডাক্তার৷ এবার কলকাতার কোনও থানায় ফোন করলেই ওই ডাক্তারদের নম্বর পাওয়া যাবে৷ …
করোনা যুদ্ধে বেসরকারি ডাক্তারদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাতে সাড়া দিয়েছেন রাজ্যের হাজার খানেক বেসরকারি ডাক্তার৷ এবার কলকাতার কোনও থানায় ফোন করলেই ওই ডাক্তারদের নম্বর পাওয়া যাবে৷ ফোনেই অসু্স্থকে পরামর্শ দেবেন তাঁরা৷ শুধু তাই নয়, সরকারি চিকিৎসকদের সঙ্গে মৃদু উপসর্গ বা উপসর্গহীনদের সুস্থ করতে সেফ হোমেও ডিউটি করবেন তাঁরা।
ইতিমধ্যে ডাক্তারদের তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের কাছে৷ তালিকা তৈরি করেছে ডাক্তারদের সর্ববৃহৎ সংগঠন আইএমএ-র রাজ্য শাখা৷ আইএমএ-র রাজ্য সম্পাদক ডাঃ শান্তনু সেন বলেন, ‘‘কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল টিমে এবং প্রবীণদের চিকিৎসায় ডাক্তাররা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন৷ প্রয়োজনে রোগীর বাড়িও যাবেন তাঁরা৷’’
মুখ্যমন্ত্রী নির্দেশে কলকাতা পুরসভা ও পুলিশ প্রবীণদের জন্য বিশেষ পরিষেবা চালু করেছে৷ এই চিকিৎসকরা সেখানে কাজ করবেন এবং ২৪ ঘণ্টা পরিষেবা দেবেন৷ সেই সঙ্গে স্বাস্থ্য দফতরের টিমের সঙ্গে হাসপাতালে যাবেন তাঁরা৷ সেখানে করোনা আক্রান্ত রোগীদের প্রোটোকল ঠিক মতো মানা হচ্ছে না কি না তাও দেখবেন৷
করোনা যুদ্ধে রাজ্যে মৃত্যু হয়েছে ২০ জন চিকিৎসকের৷ আক্রান্ত হয়েছেন আরও অনেকে৷ এই অবস্থায় বহু ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসকের অভাব দেখা দিতে পারে৷ সেই কারণে মুখ্যমন্ত্রী বেসরকারি ডাক্তারদের কোভিড যুদ্ধে এগিয়ে আসার অনুরোধ করেছিলেন৷ আইএছিকিতএ এগিয়ে আসায় কোভিড চিকিৎসায় সরকারি পরিকাঠামোয় ডাক্তারের ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন স্বাস্থ্যভবন৷
No comments