Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া রিফাইনারি উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর এর মূর্তি উন্মোচন

করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশ যখন আতঙ্কিত। সেই আতঙ্কের আবহে হলদিয়া রিফাইনারি এর উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হল হলদিয়া রিফাইনারি পরিবারের সদস্যদের নিয়ে।( ভিডিও দেখতে ক্লিক করুন)https://youtu.be/PoyNfiaNt40১৫ ই আগস্ট এর …

 করোনা ভাইরাসের আতঙ্কে সারাদেশ যখন আতঙ্কিত। সেই আতঙ্কের আবহে হলদিয়া রিফাইনারি এর উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হল হলদিয়া রিফাইনারি পরিবারের সদস্যদের নিয়ে।( ভিডিও দেখতে ক্লিক করুন)https://youtu.be/PoyNfiaNt40

১৫ ই আগস্ট এর প্রাক্কালে দাঁড়িয়ে ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকর এর পূর্ণ আবরণ মুক্তি স্থাপিত হলো।  হলদিয়া রিফাইনারি উদ্যোগে হলদিয়া টাউনশিপ রিফাইনারি ক্লাব প্রাঙ্গণের সামনে ডঃ বি আর আম্বেদকর মূর্তি উন্মোচন করেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার পার্থ ঘোষ। ছিলেন প্রধান অতিথি হিসেবে বালাজি অরুণ কুমার ডেপুটি চেয়ারম্যান হলদিয়া ডক কমপ্লেক্স। সকাল থেকে হলদিয়া রিফাইনারি পরিবারের সকল সদস্যদের নিয়ে 15 ই আগস্ট এর কুচকাওয়াজে সাথে সাথে হলদিয়া রিফাইনারি নিরাপত্তারক্ষীদের বিশেষ সম্মান জানালেন হলদিয়া রিফাইনারি এক্সিকিউটিভ অফিসার। এবং তারপরেই ভারতের সংবিধান রচয়িতা বি আর আম্বেদকর এর মূর্তি উন্মোচন করেন।

No comments