গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি তার সাথে অমাবস্যা কটালে ভরা নদীর জল গতকাল থেকেই পাঁশকুড়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। আজ সকাল থেকেই জলের গতিবেগ বৃদ্ধির কারনে পাঁশকুড়া বেশ কিছু জায়গায় নৌকা চলাচল বন্ধ ছিল।যার কারনে বিপাকে পড়ছিল সাধ…
গভীর নিম্নচাপের জেরে বৃষ্টি তার সাথে অমাবস্যা কটালে ভরা নদীর জল গতকাল থেকেই পাঁশকুড়ার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। আজ সকাল থেকেই জলের গতিবেগ বৃদ্ধির কারনে পাঁশকুড়া বেশ কিছু জায়গায় নৌকা চলাচল বন্ধ ছিল।যার কারনে বিপাকে পড়ছিল সাধারণ মানুষ।শনিবার বিকেলে পাঁশকুড়ার ডোমঘাট-জগদীশপুর বাঁশের সাঁকো জলের স্রোতে ভেঙে যায়।পাঁশকুড়া থেকে বিচ্ছিন্ন চৈতন্যপুর-২ অঞ্চল ও ঘোষপুর অঞ্চলের একাংশ।যাতায়াতের সমস্যায় ভূগছেন সাধারণ মানুষ।তবে এই বাঁশের সাঁকো ভাঙার দৃশ্য দেখার জন্য উৎসাহী মানুষজন ভীড় জমায়।সাধারন মানুষরা জানায়-"খুব ভয়ে আছি যে হারে নদীর জল বাড়ছে তাতে বাঁধ না ভেঙে যায়।তারপরে এই সাঁকো ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হলো।"
No comments