Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৯৫৯ সালের ৩১ শে অাগষ্ট খাদ্য অান্দোলন ও গণঅান্দোলনের শহীদ দের স্মরণে....

১৯৫৯ সালের ৩১ শে অাগষ্ট খাদ্য অান্দোলন ও গণঅান্দোলনের শহীদ দের স্মরণে অাজ সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বুথে সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে শহীদ দিবস উদযাপন উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন, শহীদ ব…

 








১৯৫৯ সালের ৩১ শে অাগষ্ট খাদ্য অান্দোলন ও গণঅান্দোলনের শহীদ দের স্মরণে অাজ সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত বুথে সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে শহীদ দিবস উদযাপন উপলক্ষে রক্ত পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শারিরীক দূরত্ব বিধি বজায় রেখে শহীদ দিবসের তাৎপর্য ব্যাখ্যা ইত্যাদি কর্মসূচি রূপায়িত হয়। দেশপ্রাণ ব্লকের বিভিন্ন বুথে শহীদ দিবস উদযাপন উপলক্ষে অায়োজিত কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অাশীষ গিরি, কৃষক সভার ব্লক সম্পাদক তরুণ মাইতি, সলিল বরণ মান্না, সেক নুরুল অালি, মানিক গারু, শ্রীপতি মণ্ডল, অাশীষ পাল, চন্দন দাস, পৃথ্বীরাজ শীট, শক্তিপদ পণ্ডা, সেক ইউনুস উদ্দিন, অতসী দিন্ডা, দিলীপ চন্দ, সুনীল পাল প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-৩ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, ঝাড়েশ্বর বেরা, প্রতাপ দাস,খাজা অাবুল অালি, অশোক পণ্ডা, স্বপন খাঁড়া, অনন্ত পণ্ডা প্রমুখ নেতৃবৃন্দ। কাঁথি-১ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন সম্পাদক তাপস অধিকারী, নন্দন রাউত, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, ভবানী বেরা, প্রণব করন,বাসুদেব রাউল,হিমাদ্রি মাইতি,ভবানী পণ্ডা,অাবদুল রহিম বেগ প্রমুখ নেতৃবৃন্দ। খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকে র কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহকারী সম্পাদক হিমাংশু দাস, গোকুল ঘোড়াই, সেক জাহারাজ অালি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল, সেক মহরম প্রমুখ নেতৃবৃন্দ। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন বলেন খাদ্যের দাবীতে অান্দোলন করতে গিয়ে ৩১ শে অাগষ্ট, ১৯৫৯, অগণিত মানুষ কে শাসকের গুলি ও বেয়নেটের সামনে শহীদ হতে হয়েছিল। তাছাড়া গরীব, খেটে খাওয়া মানুষের স্বার্থে লাগাতার অান্দোলনে প্রচুর মানুষ কে মৃত্যু বরন করতে হয়েছে। সেই সমস্ত শহীদদের রক্তস্নাত পথ বেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র গণঅান্দোলন গড়ে তুলতে হবে।প্রতিটি কর্মহীন পরিবারকে মাসে মাসে মাথা পিছু বিনামূল্যে ১০ কেজি করে খাদ্য সামগ্রী ও  প্রতিটি পরিবারকে মাসে মাসে ৭৫০০ টাকা অনুদান কেন্দ্র ও রাজ্য সরকার কে  প্রদান করতে হবে।কর্মসংস্থানের লক্ষ্যে নারেগা প্রকল্পে ১০০ দিনের কাজ কে ২০০ দিন করা ও দৈনিক মজুরী ৬০০ টাকার দাবী অাজকের কর্মসূচী তে উত্থাপন করা হয়েছে বলে জানান সিপিঅাইএম নেতা মামুদ হোসেন।

No comments