Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ হলদি নদীর ব্যাপক জোয়ারের জলোচ্ছ্বাসে প্লাবিত হলদিয়া টাউনশিপ আবাসন এলাকায়

হলদিয়া শহরে এর বেশ কিছু জায়গায় এক কোমর জল। কৌশিকী অমাবস্যা জন্য হুগলি নদীর জল বেড়ে যাওয়ায় জোয়ারের জল খাল বাহিত হয়ে হলদিয়া শিল্পাঞ্চল আবাসন এলাকায় প্রবেশ করল রাস্তা ডুবে গেল সে রাস্তা ভর্তি জল বেরিয়ে মানুষকে পারাপার হতে…

 


হলদিয়া শহরে এর বেশ কিছু জায়গায় এক কোমর জল। 

কৌশিকী অমাবস্যা জন্য হুগলি নদীর জল বেড়ে যাওয়ায় জোয়ারের জল খাল বাহিত হয়ে হলদিয়া শিল্পাঞ্চল আবাসন এলাকায় প্রবেশ করল রাস্তা ডুবে গেল সে রাস্তা ভর্তি জল বেরিয়ে মানুষকে পারাপার হতে হচ্ছে অভিযোগ করলেন সিপিআইএম নেতা অচিন্ত্য শাসমল তিনি জানালেন।

হলদিয়া পোর্ট কর্তৃপক্ষ এবং তৃনমুল পরিচালিত হলদিয়া পৌরসভার সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার অভাবে জোয়ারের জলে আবার ভাসলো হলদিয়া টাউনশীপের একাংশ। বস্তিতে বসবাসকারী মানুষজনের দুর্ভোগ বাড়লো উক্ত কর্তৃপক্ষ দ্বয়ের উদাসীনতার ফলে। বাম গনসংগঠন বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বারে বারে হলদিয়া পৌরসভা এবং হলদিয়া পোর্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশনসহ লিখিত স্মারকলিপি দেওয়ার ফলে লক্-গেট সাময়িক মেরামত করা হয় কিন্তু স্থায়ী সমাধান করা হয়নি।




No comments