পাঁশকুড়া থানার অন্তর্গত মাংলই গ্রামে মৌচাক সেবাস্রম সংস্থার উদ্দোগে বৃহস্পতিবার দুপুর ১১ টায় শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃনাল সুন্দর পাত্র মহাশয়ের নেতৃত্ব এক মহতী রক্তদান শিবির করা হয়।।তমলুক ব্লাড ব্যাঙ্কে…
পাঁশকুড়া থানার অন্তর্গত মাংলই গ্রামে মৌচাক সেবাস্রম সংস্থার উদ্দোগে বৃহস্পতিবার দুপুর ১১ টায় শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মৃনাল সুন্দর পাত্র মহাশয়ের নেতৃত্ব এক মহতী রক্তদান শিবির করা হয়।।তমলুক ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ১০০ জন মানুষ রক্ত দান করেন।নিয়ম নিতীতে ভরপুর ছিল এই রক্তদান শিবির।সোস্যাল ডিসটেন্স বজায় রেখে ও হোল বডি সেনিটাইজ করে তবেই রক্তদান শিবিরে প্রবেশ করতে পারবে।উপস্থিত ছিলেন - শ্যামসুন্দরপুর পাটনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মুস্তাফা,প্রাপ্তন শিক্ষক মনীন্দ্র নাথ মান্না,আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দীগন্ত মান্না সহ বিশিষ্ট অতিথি বৃন্দ।মৌচাক সেবাস্রমের কর্নধার মৃনাল পাত্র বলেন-"বর্তমান পরিস্থতির কথা মাথায় রেখে আজকে এই শিবিরের আয়োজন।সোস্যাল ডিসটেন্স বজায় রেখে এই শিবিরের আয়োজন করছি।মুখে মাক্স বাধ্যতামূলক ছিল।হোল বডি সেনিটাইজ করে তবেই এই শিবিরে প্রবেশ করানো হয়।প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন।"
No comments