তিন দিনে নতুন করে একটিও করোনা সংক্রমণ না মেলায় অনেকটাই স্বস্তির খবর তাম্রলিপ্ত পৌরসভায় বাসিন্দাদের। তাম্রলিপ্ত পৌরসভায় এই পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছিল 110 জন এবং যার মধ্যে সুস্থ হয়েছে 68 জন এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভ…
তিন দিনে নতুন করে একটিও করোনা সংক্রমণ না মেলায় অনেকটাই স্বস্তির খবর তাম্রলিপ্ত পৌরসভায় বাসিন্দাদের। তাম্রলিপ্ত পৌরসভায় এই পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছিল 110 জন এবং যার মধ্যে সুস্থ হয়েছে 68 জন এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভার বর্তমান প্রশাসক রবীন্দ্রনাথ সেন। তিনি আরও জানান এলাকাবাসীরা আগের থেকে অনেকটাই সতর্ক হয়েছে তাই গত তিন দিন নতুন করে করোনা আক্রান্তের হদিস মেলেনি।
No comments