Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কারখানা দুর্ঘটনা মোকাবেলা খতিয়ে দেখতে ইন্সপেক্টর অফ ফাক্টরিজ নির্দেশে মক ড্রিল হল

হলদিয়া দূর্গা চক্ ইউনাইটেড ফসফরাস লিমিটেড (ইউপিএল )কারখানার বিপর্যয় মোকাবেলা ব্যবস্থাপনায় খতিয়ে দেখতে ইন্সপেক্টর অব ফ্যাক্টরিজের নির্দেশে মক ড্রিল করা হলো।গ্যাস লিকেজ রাসায়নিক বিষক্রিয়া বা আগুন লাগার মত শিল্প দুর্ঘটনা ঘটলে …

 



হলদিয়া দূর্গা চক্ ইউনাইটেড ফসফরাস লিমিটেড (ইউপিএল )কারখানার বিপর্যয় মোকাবেলা ব্যবস্থাপনায় খতিয়ে দেখতে ইন্সপেক্টর অব ফ্যাক্টরিজের নির্দেশে মক ড্রিল করা হলো।

গ্যাস লিকেজ রাসায়নিক বিষক্রিয়া বা আগুন লাগার মত শিল্প দুর্ঘটনা ঘটলে কারখানার শ্রমিক কর্মচারীরা কিভাবে তার মোকাবিলা করবেন এ দিনটা মহড়া হয়।

 এই কারখানাটি একটি রাসায়নিক কারখানা। গ্যাস লিকেজ এর ফলে একজন শ্রমিক এদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ।তাকে মাক্স পরে কিভাবে উদ্ধার করছে।

তা মহড়া  করে দেখান শ্রমিকরা।


 প্রায় দু'ঘণ্টা ধরে চলে মক ড্রিল। হলদিয়া অ্যাসিসটেন্ট ডাইরেক্টর অফ ফ্যাক্টরি দেবায়ন দে বলেন হলদিয়া পেট্রোকেমিক্যাল  হাব হিসেবে পরিচিত।

 এখানকার কারখানাগুলোতে শিল্প নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এভাবে মক ড্রিলকরা হবে।


 এদিন তিনি হলদিয়া হিন্দুস্থান পেট্রোলিয়াম নামে 

রাষ্ট্রায়ত্ত তেল  সংস্থার কে কয়েক হাজার লিটার অতি দাহ্য মোটর স্পিরিট লিকেজে

 গাফিলতির অভিযোগ তুলে করা চিঠি দিলেন ।

দুর্গাচক  পাতি খালি ঘনবসতি এলাকায় ওই সংস্থার পেট্রোলিয়াম টার্মিনাল রয়েছে।

 গত 23 আগস্ট ওই সংস্থার ভাল্ ভ লিকেজ বা যান্ত্রিক ত্রুটির জন্য 12 হাজার লিটার অতি দাহ্য মোটর স্পিরিট ট্যান্ক থেকে বেরিয়ে যায়। আগুন লাগলে এই  ঘটনার বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা ছিল। সংস্থার নজরদারির গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানান দেবায়ন বাবু। ওই সংস্থাকে কড়া ভাষায় সতর্ক করা হয়েছে।


No comments