Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস পালিত হল পাঁশকুড়া

ক্ষুদিরাম বসুর পূর্ন অবয়ব মূর্তিতে স‍্যোসাল ডিসন্টেন বজায় রেখে মাল‍্যদান করা হয় পাঁশকুড়া বিদ‍্যাসাগর দ্বি-শতবার্ষিক কমিটির ।মাত্র আঠারো বছর বয়সে দেশকে ব্রিটিশ শাসনের কবল থেকে উদ্ধার করার জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন …

 




ক্ষুদিরাম বসুর পূর্ন অবয়ব মূর্তিতে স‍্যোসাল ডিসন্টেন বজায় রেখে মাল‍্যদান করা হয় পাঁশকুড়া বিদ‍্যাসাগর দ্বি-শতবার্ষিক কমিটির ।

মাত্র আঠারো বছর বয়সে দেশকে ব্রিটিশ শাসনের কবল থেকে উদ্ধার করার জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন যিনি, ভারতের সেই বীর সন্তান ক্ষুদিরাম বসুর আজ ১১২তম আত্মবলিদান দিবস পালন করা হয় পাঁশকুড়া বিদ‍্যাসাগর দ্বি- শতবার্ষিক কমিটির পক্ষে।  উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ সেনগুপ্ত, শ্রী সুধীর চন্দ্র দত্ত, শ্রী অঞ্জন মন্ডল, শ্রী সুভাষ সামন্ত, শ্রী রবীন্দ্রনাথ গাঙ্গুলী, ডাঃ বুলবুল করন,শ্রী অরুণ ঘোষাল সহ অন্যান্য সদস্য ।

 ভয়বহ করোনা ভাইরাসের কারনে, সীমিত পরিসরে, এই দিনটি উদযাপনের করা হয়। 

 মাল্যদানের পর, শহীদ ক্ষুদিরামের আত্মত্যাগ সম্পর্কে এবং আজকের দিনে তার প্রাসঙ্গিকতা সম্পর্কে, আলোচনা করা হয়।

No comments