Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উড়িষ্যা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মৃত ৩ আহত ২

ওডিষার জাজপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান গেল কাঁথি থানার কেশুরকুঁদার তিন বাসিন্দার।গুরুতর আহত অপর ২জন বর্তমান কটক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ধর্মশালা থানা এলাকায় চন্ডিখোলের কাছে ভোর সাড়ে ৪টা না…

 ওডিষার জাজপুরের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান গেল কাঁথি থানার কেশুরকুঁদার তিন বাসিন্দার।গুরুতর আহত অপর ২জন বর্তমান কটক মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ধর্মশালা থানা এলাকায় চন্ডিখোলের কাছে ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানাগেছে কেশুরকুঁদার তিলোত্তমা মিষ্টি দোকানের মালিক সুভাষ করের ছেলে সমীর তার ব্যক্তিগত গাড়ি নিয়ে পাশের দোকানদারের মেয়ে ও জামাইকে ভুবনেশ্বর থেকে আনতে বৃহস্পতিবার বেরায়। সঙ্গে নেয় বন্ধু অজগর আলিকে।ফেরার পথে ভোররাতে দুর্ঘটনাটি ঘটে।সমীর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একটি ট্রাকের পেছনে সমীরের গাড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভুবনেশ্বর থেকে উঠা সুজিত গিরি, তার বন্ধু দীপঙ্কর গঞ্জ ও কেশুরকুঁদার অজগর আলির।গুরুতর আহত সুজিত গিরির স্ত্রী সুনিতা ও গাড়ি চালক সমীরকে পুলিশ প্রথমে ধর্মশালা মেডিক্যাল কলেজ এবং পরে কটক মেডিক্যাল কলেজে স্থানান্তর করে। সমীরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর আসতেই কেশুরকুঁদা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।(ছবি সংগৃহীত)

No comments