Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ তৃণমূল -বিজেপি যুদ্ধ মৃত ১ ,যখম ২০-২৫ জন।

অনিমেষ দাস, ঃ পূর্ব মেদিনীপুর তৃণমূল-বিজেপি যুদ্ধ এ প্রাণ খোয়া গেল সেক লিয়াকত নামে বছর পঞ্চান্ন এর এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে গতকাল রাতে এগরা ১ নং ব্লকের বরিদা গ্রামে।ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক  চাঞ্চল্য এলাকাজুড়ে।মহরমের প্রথম দিন…

 




অনিমেষ দাস, ঃ পূর্ব মেদিনীপুর তৃণমূল-বিজেপি যুদ্ধ এ প্রাণ খোয়া গেল সেক লিয়াকত নামে বছর পঞ্চান্ন এর এক ব্যক্তির।ঘটনাটি ঘটেছে গতকাল রাতে এগরা ১ নং ব্লকের বরিদা গ্রামে।ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক  চাঞ্চল্য এলাকাজুড়ে।মহরমের প্রথম দিনের রাতে চাঁদ উঠলে আকাশে গ্রামবাসী সহ গোলকদাররা গিয়েছিল মসজিদে প্রদীপ জ্বালাতে।আর ঠিক সেই সময়ই কিছুজন দুষ্কৃতী তাদের উপরে আক্রমন চালায় লাঠি, তরোয়াল নিয়ে।ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন।সবাইকে এগরা সুপার স্পেশালিষ্ট হাসপাতালে পাঠানো হয়।সেক লিয়াকতের পরিস্থিতি গুরুতর হলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ পাঠানো  হয়  পথেই মারা যান ওই ব্যক্তি।আহতদের মতে তারা বিজেপি করায় তৃণমূলের লোকেরা এরূপ করে।দুষ্কৃতীদের মধ্যে দেখতে পাওয়া গেছে তৃণমূলের লোকেদের এমনটাই অভিযোগ।তদন্তে নেমেছে পুলিশ। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/O7XVyD3qq9k

No comments