Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক পৌরসভা উদ্যোগে ডেঙ্গু সচেতনতার জন্য এলাকার ড্রেনে গুপি মাছ ছাড়া উদ্যোগ নিলেন

সামনে বর্ষাকাল ডেঙ্গু বাড়তেই পারে সেই জন্য আগাম সর্তকতা নিলেন তাম্রলিপ্ত পৌরসভা।তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় যে সমস্ত ড্রেন গুলিতে যেখানে ডেঙ্গু মশার জন্মানোর সম্ভাবনা রয়েছে সে সমস্ত ড্রেন গুলিতে প্রথম দফায় প্রায় 4000  guppy fis…

 





সামনে বর্ষাকাল ডেঙ্গু বাড়তেই পারে সেই জন্য আগাম সর্তকতা নিলেন তাম্রলিপ্ত পৌরসভা।

তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় যে সমস্ত ড্রেন গুলিতে যেখানে ডেঙ্গু মশার জন্মানোর সম্ভাবনা রয়েছে সে সমস্ত ড্রেন গুলিতে প্রথম দফায় প্রায় 4000  guppy fish ছাড়ার জন্য পৌরসভা স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেয়া হয় ।পৌরসভার স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। মূলত এই মাছ ছাড়ার ফলে ডেঙ্গু মশার উপদ্রব কিছুটা রোখা যাবে।প্রথম দফায় চার হাজার GUPPY FISH দেওয়া হলে ও পরবর্তী ক্ষেত্রে আবারো প্রায় 16 হাজার GUPPY FISH দেওয়া হবে।

 পাশাপাশি এদিন করোনা মোকাবিলায় পৌরসভার হেলথ কর্মীদের স্যানিটাইজার ,মাক্স, ও করোনা সচেতনতায় বাড়ী বাড়ী দেওয়ার জন্য লিফলেট তুলে দেয়া হয়।

No comments