Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় সুতাহাটা বিজ্ঞান মঞ্চের কর্মী নকুল ঘাঁটি ৪৪ টি সাপ ধরে বনদপ্তর এর হাতে তুলে দিলেন

সর্ব মোট চারটি কেউটে সাপ  সংগ্রহ করে  পশ্চিম বঙ্গ সরকারের বন দপ্তরের হাতে তুলে দেন স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি,নকুল পেশায় একজন ক্যাব চালক তিনি বলেন
সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আমার এই কর্ম প্রয়াস, আমফান ঝড়ের পরবর্তীতে এলাকায় এদে…

 





সর্ব মোট চারটি কেউটে সাপ  সংগ্রহ করে  পশ্চিম বঙ্গ সরকারের বন দপ্তরের হাতে তুলে দেন স্নেকম্যান নকুল চন্দ্র ঘাঁটি,নকুল পেশায় একজন ক্যাব চালক তিনি বলেন


সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে আমার এই কর্ম প্রয়াস, আমফান ঝড়ের পরবর্তীতে এলাকায় এদের বিচরণ বৃদ্ধি পেয়েছে কারন ঝড়ের দাপটে বিভিন্নি পুরাতন গাছ উপড়ে গেছে, প্রবল বর্ষণে এদের বাঁশা ডুবে গিয়ে আশ্রয় হিন হয়েছে, ফলে বাঁশার খোঁজে লোকালয়ে প্রবেশ করছে এতে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে,  সেই জায়গাই নকুল এর মতো একজন মানুষ কে পেয়ে সাধারণ মানুষ খুবই খুশি, এতে  সাপ গুলি সুরক্ষা নিশ্চিত এবং সাধারণ মানুষ নিরাপদে জীবন যাপন করছে, আম ফানের পরবর্তীতে বিভিন্ন গ্রামের থেকে প্রায় 44 টি বিষধর সাপ উদ্ধার করে ,নকুল চন্দ্র ঘাঁটি কে 24×7 যেকোনো সময়ে ফোন করলে পাওয়া যায়, তিনি আরো সমাজিক সংগঠনের সংগে যুক্ত পশ্চিম  বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলার সহ সম্পাদক, জীব দীপ ভলান্টিয়ার ব্লাড ডোনার্স ত্র্যাসোসিয়েশনের সদস্য, এই ভাবে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভাবে নিরবে রুড লেভেলে কাজ করে চলছে,

No comments