Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বালিঘাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক শোকসভার

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক সমরেশ দাস প্রয়াত হন। এ দিন তাঁর মৃত্যুতে শোকাহত পুরো এগরা বিধানসভাবাসী। এ দিন বিকেলে এগরার বালিঘাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়েছিল। এগরা-২ ব্লক তৃণমূল কংগ…

 



সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরার বিধায়ক সমরেশ দাস প্রয়াত হন। এ দিন তাঁর মৃত্যুতে শোকাহত পুরো এগরা বিধানসভাবাসী। এ দিন বিকেলে এগরার বালিঘাই ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক শোকসভার আয়োজন করা হয়েছিল। এগরা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরাজ খাঁড়া বলেন, "বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি। পাশাপাশি তাঁর পরিবারকে সমবেদনা জানাই।" উপস্থিত ছিলেন দলের ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার দুয়ারী, এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ কুমার প্রধান, সহ- সভাপতি শ্রীপতি প্রধান, দলের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরতি মুন্ডা, প্রকাশ রায়চৌধুরী, শ্রীমন্ত মান্না, মেগাঙ্ক শেখর গিরি, নির্মল পাত্র, আইজাদ হোসেন, মির্জা আজিজুর বেগ, স্বপ্না দাস ও জেলা পরিষদের সদস্য গায়ত্রী পাত্র প্রমুখ। প্রসঙ্গত, সমরেশ দাস  কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৬ বছর।  তিনি পূর্ব মেদিনীপুরের  এগরা কেন্দ্র থেকে  বিধায়ক নির্বাচিত  হন। 

এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহু'র উদ্যোগে শহরে শোকসভার আয়োজন করা হয়। পাশাপাশি এগরা-১ ব্লকের বিভিন্ন এলাকায় স্মরণ সভার আয়োজনও করা হয়েছিল। এ দিন এগরা-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারি সাউ ও পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ জানান, 

সমরেশবাবুর  মৃত্যুতে রাজনৈতিক  জগতে  শূন্যতার সৃষ্টি হল।আমরা  সমরেশ দাসের 

পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

No comments