গতকাল পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট ল্যাপস্ক্রোপিক সার্জন ডাঃ বাদল অশ্রু ঘাটা, কলকাতার তৃনমুল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় , সাংসদ ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে তৃনমুলে যোগদান করেন। তাঁর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুর…
গতকাল পূর্ব মেদিনীপুরের বিশিষ্ট ল্যাপস্ক্রোপিক সার্জন ডাঃ বাদল অশ্রু ঘাটা, কলকাতার তৃনমুল ভবনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় , সাংসদ ডেরেক ও ব্রায়েনের উপস্থিতিতে তৃনমুলে যোগদান করেন। তাঁর চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই পূর্ব মেদিনীপুরে তৃনমুলে বড় ধাক্কা। ডাক্তারের আপ দুই ভাইপো সহ পঞ্চাশজন আজ তৃনমুল ছেড়ে বিজেপিতে যোগদান করে। কাঁথিতে গিয়ে বিজেপির অনুপ চক্রবর্তীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নেয় তাঁরা। যাঁর কারনে রীতিমত বেকায়দায় পূর্ব মেদিনীপুরের তৃনমুল নেতৃত্ব। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Ax9e5IcbEU0
No comments