Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আমফান ক্ষতিপূরণ থেকে বঞ্চিত মৎস্যজীবী ও পানচাষীরা,অভিযোগ বামেদের

আম্ফান অনুদান নিয়ে দলবাজি, দুর্নীতি ও স্বজনপোষণ কেবলমাত্র ঘরভাঙার ক্ষতিপূরণ নিয়ে নয়,পানচাষ,গবাদি পশু,বাগান ও বাগিচা, ফসলের ক্ষতি এমনকি মৎস্যচাষের ক্ষতিপূরণ প্রদান পর্যন্ত বিস্তৃত। প্রকৃতপক্ষে উপকূল বর্তী ব্লক সমূহ বিশেষ করে রামনগ…

 




আম্ফান অনুদান নিয়ে দলবাজি, দুর্নীতি ও স্বজনপোষণ কেবলমাত্র ঘরভাঙার ক্ষতিপূরণ নিয়ে নয়,পানচাষ,গবাদি পশু,বাগান ও বাগিচা, ফসলের ক্ষতি এমনকি মৎস্যচাষের ক্ষতিপূরণ প্রদান পর্যন্ত বিস্তৃত। প্রকৃতপক্ষে উপকূল বর্তী ব্লক সমূহ বিশেষ করে রামনগর -১ ও ২,দেশপ্রাণ, কাঁথি-১ ও কাঁথি-৩, খেজুরী-১ ও খেজুরী-২, নন্দীগ্রাম-১ ও ২,সুতাহাটা ও হলদিয়া ব্লক ও পৌরমসভা এলাকা সমূহ আমফান দুর্যোগে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অন্যান্য ব্লক সমূহ আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।কালনেমি র ভাগের মতো ক্ষতিগ্রস্থ, আংশিক ক্ষতিগ্রস্থ ও ক্ষতিগ্রস্থ নয় এমন সব ব্লক কেও সমস্ত ক্ষেত্রেই আমফান অনুদান কে ভাগ করে দেওয়া হয়েছে। ফলশ্রুতিতে প্রশাসনিক সিদ্ধান্ত মোতাবেক ক্ষতিগ্রস্থ নয় ব্লকসমূহে বিনা ক্ষতির উপভোক্তা দের অনুদান প্রদান করে সরকারীভাবেই অনিয়ম,বেনিয়ম ও দুর্নীতি তে মদত দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ  ব্লকে ৩,৫৮০ জন মৎস্য চাষীদের নৌকা, জাল,হাঁড়ি ইত্যাদির ক্ষতিপূরণ বাবদ মৎস্য দপ্তরের মাধ্যমে প্রায় ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১১০ জনকে নৌকার পিছু ক্ষতিপূরণ ১০,০০০ টাকা,নৌকার আংশিক ক্ষতিপূরণ হিসাবে ৫০০০ হাজার টাকা করে ৩৫৫ জন কে,জালপিছু ২৬০০ টাকা করে ১১১৫ জনকে,হাঁড়ির ক্ষতিবাবদ ২০০০ জনকে৩০০/৬০০ টাকা করে।এক্ষেত্রে ও যে-সব ব্লকে কম ক্ষতি হয়েছে তারা বেশি ক্ষতিপূরণ পেয়েছে। আর যে সব ব্লকে ক্ষতি বেশী হয়েছে তারা কম ক্ষতিপূরণ প্রাপ্ত হয়েছে। বেশীর ভাগ ক্ষতিপূরণ  প্রাপকদের আবার বিনা ক্ষতি তে রাজনৈতিক কারনে অনুদান পাইয়ে দেওয়া হয়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্থ মৎস্যচাষীদের বেশীর ভাগ অনুদান থেকে বঞ্চিত। মৎস্যজীবিদের ঘরবাড়ি মেরামতি র জন্য আমফান অনুদান প্রাপক দের তালিকা অাজও জনসমক্ষে প্রকাশিত হয় নি।ওয়াকিবহাল মহলের খবর পাহাড় প্রমান দুর্নীতি ঢাকতে তালিকা প্রকাশ করায় টালবাহানা করছে মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের ত্রাণবন্টন,বিভিন্ন ক্ষেত্রে অনুদান প্রদান নিয়ে অনিয়ম -বেনিয়ম, দুর্নীতি, দলবাজি ও স্বজনপোষণ নিয়ে তদন্তের দাবী তে ও প্রকৃত ক্ষতিগ্রস্থ মৎস্যজীবিদের ক্ষতিপূরণ প্রদানের দাবীতে রাজ্যের মৎস্য দপ্তরের প্রধান সচিব কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। মামুদ হোসেন বলেন আমফান কেলেংকারী দুর্নীতির ক্ষেত্রে হিমশৈলের চূড়া মাত্র।

No comments