পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনের শুভ উদ্বোধন ও প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিনের পালনের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনে। সেজন্য সকাল …
পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনের শুভ উদ্বোধন ও প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদের জন্মদিনের পালনের মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির ভবনে। সেজন্য সকাল থেকে একাডেমির জাতীয় পর্যায়ের খেলোয়াড় ,জেলা পর্যায়ের খেলোয়াড় এবং একাডেমীর খেলোয়াড়রা প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা একাডেমিক ভবনে উপস্থিত ছিল । এছাড়া ৭০ জন কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হলো জাতীয় এবং জেলার প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়দের।
একাডেমির খেলোয়াড়দের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার।
যার শুভ উদ্বোধক হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ইন কাউন্সিল ও ২'নম্বর ওয়ার্ড এর প্রাক্তন কাউন্সিলর চন্দন কুমার মাঝি । উপস্থিত ছিলেন পাথরবেড়িয়া বালিকা বিদ্যালয় এর শিক্ষিকা শ্রদ্ধেয় লক্ষ্মী টুডু মহাশযা । উপস্থিত ছিল মহিষাদল গার্লস কলেজের এর অধ্যাপক ও পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সম্পাদক ডক্টর দেব প্রসাদ সাউ, উপস্থিত ছিলেন মহিষাদল গার্লস কলেজের এর নিউট্রেশন বিভাগের প্রধান অধ্যাপক শ্রদ্ধেয় নিরৎপল মন্ডল । উপস্থিত ছিল পরানচক শিক্ষা নিকেতনের শিক্ষক শ্রদ্ধেয় সঞ্জয় মাইতি । উপস্থিত ছিল নেহেরু যুব কেন্দ্রের ভলেন্টিয়ার্স সদস্য শ্রদ্ধেয় রাহুল দাস । উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা খো খো সংস্থার সভাপতি ও পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমির সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অবনীন্দ্র নাথ দাস।
No comments