Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নববধূর আগমনে ভুরিভোজ না করে উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালেন নবদম্পতি

করোনার আবহে নববধূর আগমনে..পটাশপুর  পূর্ব মেদিনীপুর গ্রাম  ছোটউদয় পুর,আড়গোয়াল প্রসূন আচার্য্য  পেশায় পাহাড়পুর জ্ঞানেন্দ্র ঝারেস্বর বিদ্যালয়ে  রসায়ন বিভাগের শিক্ষক, https://youtu.be/167pcKHs-Hoবিবাহ অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে নিজ …

 





করোনার আবহে নববধূর আগমনে..

পটাশপুর  পূর্ব মেদিনীপুর গ্রাম  ছোটউদয় পুর,আড়গোয়াল 

প্রসূন আচার্য্য  পেশায় পাহাড়পুর জ্ঞানেন্দ্র ঝারেস্বর বিদ্যালয়ে  রসায়ন বিভাগের শিক্ষক, https://youtu.be/167pcKHs-Ho

বিবাহ অনুষ্ঠিত হয় গত কয়েকদিন আগে নিজ বাসভবনে বধুবরন ও প্রীতিভোজ আয়োজন করনে,করোনার আবহে আশা অনুরূপ তেমন আয়োজন করতে পারেননি আচার্য্য

পরিবার, ঐ অনুষ্ঠানের খরচ বাঁচিয়ে এলাকার মোট পঞ্চাশ জন  দুঃস্থ ও মেধাবী ছাত্র ছাত্রীদের রসায়ন বিভাগের বই,ও অন্যান্য শিক্ষা উপকরণ  সঙ্গে একটি করে লেবু গাছের চার তুলে দেওয়া হয়, গৃহ কর্তা প্রণবেশ আচার্য্য  মা সবিতা দেবী বললেন,ছেলের এই মহতী উদ্যোগে সামিল হয়ে খুব ভালো লাগছে,বোন পৌষালি আচার্য্য বলেন  দাদা এই মহতী প্রয়াস আগামী দিনে আরো সেবার কাজে লাগুক এই রাখি, স্কুলের ছাত্র ছাত্রীদের কথায়  আমারা জানি নববধূর প্রীতিভোজে আমন্ত্রিত হয়ে যোগদান করতে এসে শিক্ষা সামগ্রী নিয়ে যাবো কখনো ভাবিনি,আমার খুব আনন্দিত যে এই শিক্ষক এই ধরনের মহতী উদ্যোগ গ্রহণ করার জন্যে, নববধূর রুমা বটব্যাল (আচার্য্য) বলেন স্বামীর এই মহতী উদ্যোগ আগামী দিনে শিক্ষার আরো পথ দেখাবে বলে মনে হয়।

No comments