Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

করোনা আবহে কাঁথি হাইস্কুলের প্রাক্তন মেধাবী ছাত্রের অজানা রোগে মৃত্যু

অজানা রোগে আক্রান্ত হয়ে অকালে জীবনাবসান হল কাঁথির এক মেধাবী ছাত্রের।কাঁথির ১৫০ বছরেরও পুরানো কাঁথি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সৌগত মাইতি(২৪)।বর্তন্মানেএই মেধাবী ছাত্র সৌগত মাইতি(২৪) সল্টলেকে আই এম ইঞ্জিনিয়ারিং  কলেজে ইলেকট্রিক ইঞ্…

 




অজানা রোগে আক্রান্ত হয়ে অকালে জীবনাবসান হল কাঁথির এক মেধাবী ছাত্রের।কাঁথির ১৫০ বছরেরও পুরানো কাঁথি হাইস্কুলের প্রাক্তন ছাত্র সৌগত মাইতি(২৪)।বর্তন্মানে

এই মেধাবী ছাত্র সৌগত মাইতি(২৪) সল্টলেকে আই এম ইঞ্জিনিয়ারিং  কলেজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর উপর এম টেক করছিল। এই যুবক কাঁথির শেরপুর এতোয়াড়িবাড় এলাকায় বাসিন্দা ছিলো। ছেলের পড়ার জন্য বাবা গৌতম মাইতি ও মা স্নিগ্ধা মাইতি  তাঁদের একমাত্র  সন্তান সৌগতের  সঙ্গে কলকাতায় থাকতেন।মারন ভাইরাস করোনা সংক্রমন ঠেকাতে লক ডাউনের মধ্যে  কাঁথির বাড়িতে এসে কিছুদিন কাটিয়েছেন তিনজন।আনলক-১ এই কলকাতায় ফিরে যান তাঁরা।  কলকাতার বাসায় কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সৌগত।চিকিৎস্যার জন্যে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় অন্য কয়েকটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। পরিবার সুত্রে জানা গেভগে সৌগত কোন রোগে আক্রান্ত হয়েছিলো ধরতে পারেনি চিকিৎস্যকেরা।সৌগতর বাবা পেশায় গৃহশিক্ষক ।নিজের সমস্ত সহায় সম্বল দিয়ে একমাত্র পুত্রকে বাঁচানোর চেষ্টা করলেও  শেষ রক্ষা হয়নি।শনিবার দুপুরে নার্সিংহোমেই কাঁথি হাই স্কুলের প্রাক্তন এই মেধাবী ছাত্রের  মৃত্যু হয়। সবসময় পড়াশোনার মধ্যেই থাকত সৌগত। পরিবার সূত্রে জানা গেছে অসুস্থ হওয়ার  দিন পড়তে পড়তেই আচমকা অজ্ঞান হয়ে যায়।তারপর থেকে তাকে সুস্থ করে তোলার লড়াই চালিয়ে গেছে তাঁর বাবা মা আত্মীয় পরিজন । শনিবার দুপুরের পর সে লড়াই শেষ হয়ে যায় ।বাঁচিয়ে তোলা যায়নি কাঁথি হাই স্কুলের প্রাক্তন ছাত্র সৌগত । পরিবারের দাবি অনুযায়ী   চিকিৎসকরা তাঁদের জানিয়েছেন  অজানা কোন ভাইরাসের সংক্রমনের  কারণে হিমোগ্লোবিন তৈরি হচ্ছিল না সৌগতের। মেধাবী ও মিসুকে এই ছাত্রের মৃত্যুর খবর সন্ধ্যা নাগাদ কাঁথিতে এসে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কলকাতায় দাহ কাজ শেষ করা হয়।

No comments