সমগ্র বিশ্বজুড়ে করোনা অতি মহামারীতে বিপন্ন সমগ্র মানবজাতি সারা পৃথিবী জুড়ে মৃত্যুর মিছিল অব্যহত। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ই আমাদের একমাত্র রক্ষাকর্তা বললেন। ডাক্তারবাবু নার্স দিদি, পুলিশকর্মী, সাংবা…
সমগ্র বিশ্বজুড়ে করোনা অতি মহামারীতে বিপন্ন সমগ্র মানবজাতি সারা পৃথিবী জুড়ে মৃত্যুর মিছিল অব্যহত। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ই আমাদের একমাত্র রক্ষাকর্তা বললেন। ডাক্তারবাবু নার্স দিদি, পুলিশকর্মী, সাংবাদিক ও বন্ধু সরকারি আধিকারিকরা। তাই এই দুঃসময়ে কঠোর ভাবে পরিশ্রম আত্মত্যাগের মধ্য দিয়ে নিজেদের কর্ম সম্পাদন করে চলছেন তাদের প্রতি আমাদের স্যালুট। মানবিক সম্বর্ধনা জ্ঞাপন করছি। রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে কমিটির সম্পাদক সুদর্শন দাশ, দিলীপ কুলভি মধুসূদন চন্দ্র,সুভাষ মাইতি এরাও বলেন যে এইসব সামনের সারিতে লড়াই করা মানুষগুলোর কাজের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্যই এই সম্বর্ধনা। এই অনুষ্ঠানকে সার্থক করতে এগিয়ে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে এলআইসিএর সিএল আইএ শ্রী মানস কুমার জানা। প্রবীণ নাগরিক নুপুর কৃষ্ণ ঘোষ আরো অনেকে। সুস্থ সংবেদনশীল শহর নাগরিকবৃন্দ। সম্বর্ধনা দেওয়া হল ডাক্তার এল কে প্রামানিক, ডাক্তার অতনু প্রামানিক, নার্স কৃষ্ণা শ্রী বল, নার্স নূপুর মন্ডল, পুলিশ বুদ্ধদেব মাল, আশিস দাস, সাংবাদিক চঞ্চল প্রধান প্রতিদিন, শ্যামল সেন বর্তমান, বিটন চক্রবর্তী এবিপি আনন্দ, রুদ্র নারায়ণ দোলাই এ আই( এস) এস ই হলদিয়া ।শুরুতেই অনুষ্ঠানের সঞ্চালক শিক্ষক কৃষ্ণেন্দু মাইতি একদিন আবার জীবন আর যারা সেই স্বাভাবিক ছন্দ ফিরিয়ে দিতে মানুষকে সুস্থ করতে নিজেদের প্রাণের বিনিময়ে লড়াই করছেন এই সম্বর্ধনা তাদেরকে কুর্নিশ জানানোর জন্যই আমাদের এই প্রয়াস।
No comments