Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন খবর 👇👇👇👇👇👇 বিডিও কে আকলে রাখার চেষ্টা, বিডিও অফিসে বিডিওর বদলির আবেদন পুনবিবেচনা করার জন্য বিক্ষোভ এলাকাবাসীর

সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে বদলির অর্ডার এসেছে রামনগর 2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ। তিনি ঝাড়গ্রাম এ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি হচ্ছেন। তার এই বদলি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ মাত্র 11 মাসের ও অল্প সময়ে এ…

 সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে বদলির অর্ডার এসেছে রামনগর 2 নম্বর ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষ। তিনি ঝাড়গ্রাম এ ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি হচ্ছেন। তার এই বদলি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তাদের অভিযোগ মাত্র 11 মাসের ও অল্প সময়ে এই বদলির অর্ডার তারা মেনে নেবেন না। তিনি এই কয়েকমাস এ সব সময় সবরকম ভাবে মানুষের পাশে থেকেছেন। তাই তাকে এলাকাবাসী যেতে দেবেন না। তাই আজ রামনগর 2 নম্বর ব্লক এলাকার বিপুলসংখ্যক গ্রামবাসী করোনা আবহে বিডিও অফিসে বিক্ষোভ দেখান। জেলাতে বিডিওর মিটিং রয়েছে। বেরোনোর সময় বিডিওর গাড়ি আটকে পড়ে মানুষের আবেগের বিক্ষোভে। পরে রামনগর থানার পুলিশ ও আসে। বিডিও মানুষজন কে জানান এভাবে জড়ো হতে না। যদি কিছু বলার থাকে জেলাশাসক কে লিখিত আকারে জানাতে। এই আশ্বাস পেয়ে মানুষজন বিক্ষোভ উঠিয়ে জেলাশাসক কে চিঠির মাধ্যমে তাদের দাবি জানাচ্ছেন। বিডিও ফোনে বলেন মানুষের এই ভালোবাসা পেয়ে ভালো লাগছে কিন্তু তাদের কিছু বলার থাকলে জেলায় লিখিত দিক। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/rr4t1KUPM_k

No comments