Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাদার টেরিজার শুভ জন্মদিবস উপলক্ষে২৫ জন আশা স্বাস্থ্য কর্মীদের বিশেষ সন্মাননা

বিশ্ব জননী মাদার টেরিজার শুভ জন্মদিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেছেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের উদ্যোগে দেউলিয়া বাজারে পুলসিটা অঞ্চল সার্কেলের আশা দিদিদের জীবন বাজি রেখে করোনা যুদ্ধে অংশগ্রহণ করার সন্মান হিসেবে" স্বাস্থ্য …

 





বিশ্ব জননী মাদার টেরিজার শুভ জন্মদিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুরের মেছেদার স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের উদ্যোগে দেউলিয়া বাজারে পুলসিটা অঞ্চল সার্কেলের আশা দিদিদের জীবন বাজি রেখে করোনা যুদ্ধে অংশগ্রহণ করার সন্মান হিসেবে" স্বাস্থ্য সেবা "সন্মান প্রদান ও পুরস্কৃত করা হলো।এদিন পুলশিটা গ্রামপঞ্চায়েত এলাকার ২৫ জন আশা স্বাস্থ্য কর্মীদের তুলে দেওয়া হয় এই সন্মাননা।সংস্থার সম্পাদক ঋত্বিক আদক জানান,বর্তমান করোনা আবহাওয়ায় গ্রামেগঞ্জে আশাকর্মীরা জীবন বাজী রেখেই ক

করোনা রোগীদের সেবা করে চলছেন।কখনও এই আশাকর্মীরাও করোনার শিকার হচ্ছেন।তাই সৃজনের উদ্যোগে স্থানীয় এলাকায় পঞ্চায়েত অনুযায়ী তাদের সাধ্যমতো এলাকার স্বাস্থ্যকর্মীদের উৎসাহ ও পাশে থাকার অঙ্গিকার নিয়েই  এই অনুষ্ঠানের আয়োজন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোলাঘাট পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাজকুমার কুন্ডু,কোলাঘাট থানার পুলিশ আধিকারিক সহ বিশিষ্টজনেরা।


No comments