পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা নতুন করে দশজন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসা জন্য কাঁথি দুই করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূএে জানাগেছে কাঁথি শহর, কাঁথি দেশপ্রান ব্লক সহ দশজন করোনা আক্রান…
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা নতুন করে দশজন করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের উদ্ধার করে চিকিৎসা জন্য কাঁথি দুই করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্যদপ্তর সূএে জানাগেছে কাঁথি শহর, কাঁথি দেশপ্রান ব্লক সহ দশজন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত দশজন কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দেয়। এরপর কাঁথি হাসপাতালের লালারস পরীক্ষা করান। সেই রির্পোটের করোনা আক্রান্ত। সোমবার সকাল থেকে আক্রান্ত কাঁথি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত কাঁথি পুরসভা এক কর্মী করোনা আক্রান্ত। এরপর কাঁথি পুরসভা সোমবার আগামী তিনদিন পুরসভা বন্ধ করে দেওয়ার হয়েছে। এমন নির্দেশ জারি করেছে কাঁথি নির্দেশ জারি করেছে পুরপ্রধান সৌমেন্দু অধিকারী।
No comments