সদ্য পরলোকগত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন্দ্র নাথ মিত্র মহাশয়ের স্মরনে পুর্বমেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস , কিষান ও ক্ষেত মজদুর কংগ্রেস, আই এন টি ইউ সি ও কংগ্রেস সেবাদলের উদ্দ্যগে আজ বিকাল ৩টায় জেলা কংগ্রেসের কার্যালয়ে এক…
সদ্য পরলোকগত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন্দ্র নাথ মিত্র মহাশয়ের স্মরনে পুর্বমেদিনীপুর জেলা অসংগঠিত শ্রমিক কংগ্রেস , কিষান ও ক্ষেত মজদুর কংগ্রেস, আই এন টি ইউ সি ও কংগ্রেস সেবাদলের উদ্দ্যগে আজ বিকাল ৩টায় জেলা কংগ্রেসের কার্যালয়ে একটি স্মরন সভার অনুষ্ঠিত হয়।প্রায়ত নেতার প্রতিকৃতিতে মাল্যদানও শ্রদ্ধাঞ্জলি মাধ্যম দিয়ে তাঁর স্মৃতিচারণা করেন সর্ব ভারতীয় অসংগঠিত শ্রমিক কংগ্রেস পশ্চিম বঙ্গ শাখা চেয়ারম্যান স্বপন বোস, তপন কুমার দাস, চেয়ারম্যান,প্রদেশ কিষান ও ক্ষেত মজদুর কংগ্রেস, তপন ঘোষ - সম্পাদক প্রদেশ আই এন টি ইউ,সেক জিয়াদ,চেয়ারম্যান, অসংগঠিত শ্রমিক কংগ্রেস পুর্ব মেদিনীপুর, হারাধন মজুমদার সাধারণ সম্পাদক, মেদিনীপুর জেলা কংগ্রেস, সুনিল মণ্ডল সভাপতি কিষান ও ক্ষেত মজদুর কংগ্রেস পুর্ব মেদিনীপুর
বিদ্যুৎ কুমার করন,সভাপতি -আই এন টি ইউ সি পুর্ব মেদিনীপুর, সেক জাফরুল্লাহ,চেয়ারম্যান কংগ্রেস সেবাদল পুর্ব মেদিনীপুর
বারিদ মহান্তি চেয়ারম্যান,জন অভিযোগ শাখা পুর্ব মেদিনীপুর, যুব নেতা আক্তার আলি খান, সহ উপস্থিত ছিলেন জেলার সমস্থ স্তরের ও শাখার কংগ্রেস শুভানুধ্যায়ী কর্মীরা।
No comments