কয়েকঘন্টার প্রবল বর্ষণ বন্যার আকার ধারণ করলো রাজস্থানের রাজধানী জয়পুরে।তার জেরে গোলাপি শহরের স্বাভাবিক অবস্থায় ব্যাঘাত ঘটে।মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়ে যায় নিচু এলাকার ঘর বাড়ি।জলমগ্ন হয় সরকারি অফিস ও হাসপাতাল।বন্যায় কেট…
কয়েকঘন্টার প্রবল বর্ষণ বন্যার আকার ধারণ করলো রাজস্থানের রাজধানী জয়পুরে।তার জেরে গোলাপি শহরের স্বাভাবিক অবস্থায় ব্যাঘাত ঘটে।মুষলধারে বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়ে যায় নিচু এলাকার ঘর বাড়ি।জলমগ্ন হয় সরকারি অফিস ও হাসপাতাল।বন্যায় কেটে আসা বালি চাপা পড়ে গাড়ি-ঘর-বাড়ি।এমনকি তিনজন প্রাণ হারালো এই বন্যার প্রকোপে।SDRF উদ্ধারকাজ চালায় বন্যা প্লাবিত এলাকায় ও বহু মানুষজনকে উদ্ধার করে।জয়পুরের আবহাওয়া দপ্তর জানিয়েছে জয়পুর শহরে বৃষ্টিপাতের পরিমান ছিলো ১৩২ মিলিমিটার এবং জয়পুর বিমানবন্দরে ১০২.৬ মিলিমিটার।
No comments