Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এবার করোনা আক্রান্ত হলেন কাঁথি আদালতের বিচারক

মারন ভাইরাস করোনা এবার থাবা বসালো কাঁথি আদালতে ।এক বিচারক আক্রান্ত হলেন মারন ভাইরাসে  । স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সুরে জানা গেছে ।স্বাভাবিক ভাবে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ও আতংক ছড়ালো কাঁথি শ…

 



মারন ভাইরাস করোনা এবার থাবা বসালো কাঁথি আদালতে ।এক বিচারক আক্রান্ত হলেন মারন ভাইরাসে  । স্বামী-স্ত্রী দুজনেই করোনা আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সুরে জানা গেছে ।স্বাভাবিক ভাবে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ও আতংক ছড়ালো কাঁথি শহর জুড়ে ।রাজ্যের মতই পূর্ব মেদিনীপুর জেলা তথা কাঁথি জুড়ে বাড়চ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ।নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক ডা: সমুদ্র গুপ্ত জানিয়েছেন আজ  কাঁথি-১ ও দেশপ্রান ব্লক এবং কাঁথি পৌরসভা এলাকায় মোট ৭ জন আক্রান্ত হয়েছেন করোনাতে ।জানিয়েছেন দুটি ব্লকে ১ জন করে এবং কাঁথি পৌর এলাকায় ৫জন আছেন  ।তাঁদের মধ্যে কাঁথি আদালতের এক বিচারক পরিবারের দুই জন আক্রান্ত হয়েছেন ।এনারা আদালত সংলগ্ন সরকারী আবাসনেই থাকেন ।জানিয়েছেন এনাদের পাঁশকূড়ায় বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে পারে ।কাঁথি থানার পুলিশ সুত্রে জানা গেছে এনারা বর্তমানে হিম কোয়ারেন্টাইনে আছেন ।  উল্লেখ্য এর আগে কাঁথিতে ব্যবসায়ী,সাধারন মানুষ,রাজনীতিবিদ করোনা আক্রান্ত হলেও ভিচার বিভাগের কেউ  আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি । শুধু এক ক্লার্কের ছেলে আক্রান্ত হয়েছিলো বলে জানা যায় । এবার বিচার   বিভাগেও  পড়লো করোনার প্রভাব

No comments