ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)-হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে সকাল থেকে হলদিয়া পৌরসভার ১৫-২৯ নং ওয়ার্ডে করোনা সংক্রমণ সংক্রান্ত সচেতনতার বিষয়ে অটোতে মাইক সহকারে প্রচার করে।পরে বি.সি.রায় হাসপাতাল থেকে বালুঘাটা বাজারে…
ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী)-হলদিয়া দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে সকাল থেকে হলদিয়া পৌরসভার ১৫-২৯ নং ওয়ার্ডে করোনা সংক্রমণ সংক্রান্ত সচেতনতার বিষয়ে অটোতে মাইক সহকারে প্রচার করে।পরে বি.সি.রায় হাসপাতাল থেকে বালুঘাটা বাজারে শারীরিক দূরত্ব বজায় রেখে মিছিল হয়। মিছিল চলাকালীন যাওয়ার পথে পথচলিত মানুষজনকে এবং রাস্তার দুই দিকের বাড়িগুলোতে মাস্ক ও সাবান তুলে দেন। হলদিয়া
পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড বালুঘাটা বাজারেও দির্ঘক্ষন ধরে মাইক সহ কারে সচেতনতার প্রচার এবং মাস্ক ও সাবান পথ চলতি মানুষের হাতে তুলে দিলেন। মিছিলে নেতৃত্ব দেন সিপিএম পার্টি জেলা কমিটির সদস্য শ্যামল মাইতি অচিন্ত্য শাসমল পরিতোষ পট্টনায়েক প্রণব সামন্ত অন্যান্য বামফ্রন্টের নেতৃত্ব।
No comments