২৪ শে মার্চ থেকে চলছিল লকডাউন ।তার জেরে কাজ হারিয়েছে বহু লোক। যদিও সরকারি নির্দেশ মেনে ১লা জুন থেকে আনলক করা হয়েছে ।তার পরেও করোনা দিন দিন বাড়ার জন্য সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছেন রাজ্য সরকার। কিন্তু কাজ হারিয়েছে মানুষ। …
২৪ শে মার্চ থেকে চলছিল লকডাউন ।তার জেরে কাজ হারিয়েছে বহু লোক। যদিও সরকারি নির্দেশ মেনে ১লা জুন থেকে আনলক করা হয়েছে ।তার পরেও করোনা দিন দিন বাড়ার জন্য সপ্তাহে দুদিন লকডাউন ঘোষণা করেছেন রাজ্য সরকার। কিন্তু কাজ হারিয়েছে মানুষ। ২০মে আম্ফানের ঘূর্ণিঝড়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে। অবশেষে পারিবারিক অশান্তির জেরে চন্ডিপুর থানার অন্তর্গত।রেল লাইনের ধার থেকে উদ্ধার হল বাপন বেরা(৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ।সোমবার ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর ১এর সারিপুর গ্ৰামে। বিশেষ সূত্রে জানা গিয়েছে,লকডাউনে কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে ভুগছিল ওই যুবক।এরপর আর্থিক অনটনের জেরে পরিবারে সদস্যদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত।আর সেই অশান্তি মেনে নিতে না পেরে রেললাইনের পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। বলে জানা যায়। খবর পেয়ে চন্ডিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে।
No comments