https://youtu.be/jq0QE3a6NX4
কাজে পুনর্বহালের দাবি নিয়ে আবেদন করলেন লেবার কমিশন অফিসে।
জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের সিকিউরিটি উত্তম বেরা(এইচআরই এল রিভারসাইড )সেক্রেটারি হাউসিং কম্প্লেক্স এর অভিযোগ করলেন ( প্রিমিয়ার ভিজিল্যান্স …
https://youtu.be/jq0QE3a6NX4
কাজে পুনর্বহালের দাবি নিয়ে আবেদন করলেন লেবার কমিশন অফিসে।
জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের সিকিউরিটি উত্তম বেরা(এইচআরই এল রিভারসাইড )সেক্রেটারি হাউসিং কম্প্লেক্স এর অভিযোগ করলেন ( প্রিমিয়ার ভিজিল্যান্স অ্যান্ড সিকিউরিটি প্রাইভেট লিমিটেডে) বিরুদ্ধে লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল দুর্গাচক বাসুদেবপুর।
গত ১৪ জুলাই মঙ্গলবার ডিউটি গিয়েছিলেন (HREL) ।তাকে প্রিমিয়ার ভিজিলেন্স সিকিউরিটি তরফ থেকে দীপঙ্কর পাল ফোন মারফত কাজে আসতে না বলে। তাকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন ।এবং অন্য সিকিউরিটি তাকে গেটে ঢুকতে বাধা প্রদান করেন। সেই অবস্থায় আজ দুর্গাচক ডেপুটি লেবার কমিশন অফিসে তার অভিযোগ দায়ের করেন তিনি জানালেন তাকে কাজে বাদ দেওয়ার কোনরকমে নোটিশ এবং আগে থেকে শোকজ কোনরকম না করেই সরাসরি কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটা আইনবিরুদ্ধ সেজন্য হলদিয়া ডেপুটি লেবার কমিশন অফিস তিনি অভিযোগ করেন তার কাজে পুনর্বহালের জন্য।
কাজে পুনর্বহালের দাবি নিয়ে আবেদন করলেন লেবার কমিশন অফিসে।
জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের সিকিউরিটি উত্তম বেরা(এইচআরই এল রিভারসাইড )সেক্রেটারি হাউসিং কম্প্লেক্স এর অভিযোগ করলেন ( প্রিমিয়ার ভিজিল্যান্স অ্যান্ড সিকিউরিটি প্রাইভেট লিমিটেডে) বিরুদ্ধে লেবার কমিশনার ওয়েস্ট বেঙ্গল দুর্গাচক বাসুদেবপুর।
গত ১৪ জুলাই মঙ্গলবার ডিউটি গিয়েছিলেন (HREL) ।তাকে প্রিমিয়ার ভিজিলেন্স সিকিউরিটি তরফ থেকে দীপঙ্কর পাল ফোন মারফত কাজে আসতে না বলে। তাকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেন ।এবং অন্য সিকিউরিটি তাকে গেটে ঢুকতে বাধা প্রদান করেন। সেই অবস্থায় আজ দুর্গাচক ডেপুটি লেবার কমিশন অফিসে তার অভিযোগ দায়ের করেন তিনি জানালেন তাকে কাজে বাদ দেওয়ার কোনরকমে নোটিশ এবং আগে থেকে শোকজ কোনরকম না করেই সরাসরি কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটা আইনবিরুদ্ধ সেজন্য হলদিয়া ডেপুটি লেবার কমিশন অফিস তিনি অভিযোগ করেন তার কাজে পুনর্বহালের জন্য।
No comments