সারা দেশ সহ কাঁথি জুড়ে মারন ভাইরাস করোনা আবহে আতংকের পরিবেশ সর্বত্র।এর মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো লায়ন্স ক্লাব অব কন্টাই।
শুক্রবার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে কাঁথি-১ ব্লকের মহিষাগোট অঞ্চল এলাকায় ত…
সারা দেশ সহ কাঁথি জুড়ে মারন ভাইরাস করোনা আবহে আতংকের পরিবেশ সর্বত্র।এর মধ্যেই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আবারও এগিয়ে এলো লায়ন্স ক্লাব অব কন্টাই।
শুক্রবার কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে কাঁথি-১ ব্লকের মহিষাগোট অঞ্চল এলাকায় তিন শতাধিক এলাকাবাসীর মধ্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে করোনাকে হারাতে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বার্তা দেওয়া হয় বলে জানিয়েছেন ক্লাবের মার্কেটিং চেয়ারপার্সন শান্তনু গিরি। এই কর্মসূচিতে লায়ন্স ক্লাব অব কন্টাইর সভাপতি সুবিমল মাইতি, সার্ভিস চেয়ারপার্সন মধূসুধন দাস অধিকারী,মহিষাগোট পঞ্চায়েতের প্রধান নির্মল মিশ্র,স্থানীয় পঞ্চায়েত সদস্য অনিমা পট্টনায়ক,সমাজসেবীসুকুমার মাইতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষে সভাপতি সুবিমল মাইতি জানান, ক্লাবের উদ্যোগে ব্যপক সাড়া পাওয়া গেছে এবং আগামী দিনে তাঁরা এই ধরনের আরও কর্মসূচি করার চেষ্টা করবেন। করোনা আতংকের মধ্যেও এই ভাবে এলাকার সাধারন মানুষের পাশে দাঁড়ানোয় ধন্যবাদ জানিয়েছেন গ্রাম প্রধান।
No comments