ভারসাম্য হারিয়ে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পাশে থাকা নয়নজুলিতে উল্টে গেল কাগজ বোঝাই ১০ চাকা লরি।চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মারিশদা থানা তেলিপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে কলকাতা থেকে কাঁথির দিকে যাচ্ছ…
ভারসাম্য হারিয়ে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পাশে থাকা নয়নজুলিতে উল্টে গেল কাগজ বোঝাই ১০ চাকা লরি।চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মারিশদা থানা তেলিপুকুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে কলকাতা থেকে কাঁথির দিকে যাচ্ছিল কাগজ বোঝাই লরিটি। ঠিক সেই সময় মারিশদার তেলিপুকুর এর কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা নয়ানজুলিতে উল্টে যায় লরিটি।
এই ঘটনার দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে।তারপর ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।তবে ঘটনার খবর পেয়ে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ক্রেনের এর সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।তবে ওই লরির চালক ও খালাসি পলাতক বলে জানা যাচ্ছে।
No comments