Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিদ্যাসাগরের ১৩০ তম তিরোধানের স্মরণ দিবসে! খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের সমাজ জীবনে আধুনিক জীবনবোধের প্রানপ্রদীপ। দেশের যখন ধর্মান্ধতা, কুসংস্কার, পশ্চাৎপদতা কুপমন্ডুকতার আবদ্ধ, সেই সময় বিদ্যাসাগর আধুনিক জ্ঞান বিজ্ঞানের, আলোকে জীবন বোধকে প্রদীপ্ত করার অসমসাহসী কাজ শু…






ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতবর্ষের সমাজ জীবনে আধুনিক জীবনবোধের প্রানপ্রদীপ। দেশের যখন ধর্মান্ধতা, কুসংস্কার, পশ্চাৎপদতা কুপমন্ডুকতার আবদ্ধ, সেই সময় বিদ্যাসাগর আধুনিক জ্ঞান বিজ্ঞানের, আলোকে জীবন বোধকে প্রদীপ্ত করার অসমসাহসী কাজ শুরু করেছিলেন। তিনি ছিলেন ভারতীয় নবজাগরণের পথিকৃৎ তিনি ধর্মীয় চিন্তামুক্ত মানবতাবাদের বৈশিষ্ট্য প্রচার করেছিলেন তা নয় জীবনে অনুশীলনের মাধ্যমে তিনি তার এই বোধ কে জীবন্ত
রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত সমাজের সর্ব স্তরের সর্বক্ষেত্রে প্রকৃত শিক্ষা বিস্তারের প্রচেষ্টা ছিল তার। কাজের সামগ্রিক সমাজ সংস্কারের প্রবেশদ্বার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক ও সার্বজনীন শিক্ষার আধুনিকতম ধারণা তারই অবদান। নারী যন্ত্রণা তিনি হয়ে উঠেন পাগল গোটা সমাজের গোঁড়ামির হ্যাঁ বিপরীতে দাঁড়িয়ে তিনি নারী শিক্ষা বাল্যবিবাহ বিধবা বিবাহ প্রবর্তন এর জন্য এক অপূরণীয় সংগ্রাম চালিয়ে গেছেন আজীবন ।আজ ২৯ জুলাই এই অতি মর্যাদা অনাড়ম্বর ভাবে খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আভুলুভূমিষ্ঠ চিত্তে স্মরণ করছে এই প্রবাদপ্রতিম যে ব্যক্তি কে। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন খাড় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

No comments