Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সামাজিক দূরত্ব মেনে চালু হলো ক্রিকেট ক্যাম্প

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট কোচিং সেন্টার করোনা ভাইরাসের জেরে লকডাউনে ১২০ দিন পর রবিবার দুপুরে খুললো কাঁথি সিএসএসএ মাঠে। প্রত্যেক ছাত্রদের মাঠে ঢুকার আগে থার্মাল  চেকিং এবং স্যানিটাইজার করা …




পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত ক্রিকেট কোচিং সেন্টার করোনা ভাইরাসের জেরে লকডাউনে ১২০ দিন পর রবিবার দুপুরে খুললো কাঁথি সিএসএসএ মাঠে। প্রত্যেক ছাত্রদের মাঠে ঢুকার আগে থার্মাল  চেকিং এবং স্যানিটাইজার করা হয় এবং মুখে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। দুই কোচ উদয় বেদান্ত ও সুমন রায় সোস্যাল ডিস্টেন্স বজায় রেখে ছেলেদের অনুশীলন করায়। দীর্ঘ দিন পরে ক্যাম্প শুরু হলে ছাত্ররা আনন্দ প্রকাশ করে এবং অবিভাবকরা ক্রীড়া সংস্থার কর্তৃপক্ষদের অভিনন্দন জানায়। এই কাজে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বেরা এবং কার্যকরী কমিটির সদস্য ইমরান আলি খাঁন।  সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত ও সাধারণ সম্পাদক সতীনাথ দাস অধিকারী যৌথ বিবৃতিতে জানায় লকডাউনে ৪ মাস মাঠ বন্ধ থাকার ফলে সারা মাঠ বড়বড় ঘাসে ভর্তি হয়ে যায় ফলে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে সারা মাঠ মেসিন দেয়ে পরিস্কার করে খেলার উপযোগী করে তুলা হয়। কর্মকর্তাদের এই উদ্দোগে জন্যে কর্মকর্তা তৎসহ কোচ, ছাত্র এবং অবিভাবকদের অভিনন্দন জানান সংস্থার সহ সভাপতি তথা কাঁথি পৌরসভার প্রশাসক সৌমেন্দু অধিকারি।

No comments