Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজঃ এগরা পৌরসভার বেহাল রাস্তা ঘিরে বিক্ষোভ

https://youtu.be/HxBhN2PHguo

এগরা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পাত্র পাড়ার রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে বেহাল। এতটাই বেহাল যে মানুষ চলাচলের রাস্তায় কাদা আর পাঁকে ভর্তি।শুধু তাই নয় কাদা রাস্তার ধারে আগাছা জঙ্গলে ভর্তি।ওই পাত্র পাড়ার প্র…


https://youtu.be/HxBhN2PHguo

এগরা পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পাত্র পাড়ার রাস্তা দীর্ঘ ৫ বছর ধরে বেহাল। এতটাই বেহাল যে মানুষ চলাচলের রাস্তায় কাদা আর পাঁকে ভর্তি।শুধু তাই নয় কাদা রাস্তার ধারে আগাছা জঙ্গলে ভর্তি।ওই পাত্র পাড়ার প্রায় ৫০ থেকে ৬০ টি পরিবার বসবাস করেন।আজ ওই কাদা রাস্তার উপর বিক্ষোভ দেখিয়ে অবরোধ করলো পাত্র পাড়ার
মানুষজন। ওই রাস্তা ৫ নম্বর ওয়ার্ড শেষ।আর শুরু ৪ নম্বর ওয়ার্ড।পাত্র পাড়ার উষা রানী দাস।মিনতি সাউ।পঙ্কজ দাস।ও সংকর পাত্ররা অভিযোগ করে বলেন,দীর্ঘ ৫ বছর ধরে এই রাস্তায় মোরাম এক মুঠো কোনো দিন পড়েনি।রাস্তা কাদা,জলে,পাঁকে ভর্তি।রাত বিরেতে অসুস্থ রোগীদের নিয়ে যাতায়াত করা দুস্কর।বাচ্চারা স্কুলে যেতে গিয়ে পড়ে যায়।একটা সাইকেল নিয়ে বেরোনো যায় না।স্থানীয় কাউন্সিলর কে পৌর চেয়ারম্যানকে বলেছি এমনকি লিখিত দিয়েছি এসডিও র কাছে।তবুও কোনো কাজ হয়নি।একবার এসে দেখেও যান না।শুধু খালি ভোটের সময় আসেন আর দেখে চলে যান।ভোটের সময় ভোট চাইতে এসে বলেন ভোট টা দিন রাস্তাঘাট সব হয়ে যাবে।অপরদিকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তপন হাতি বলেন আমার আমলে ওই রাস্তায় দুবার মোরাম ও ঝামা ইট ফেলা হয়েছিল।ওই রাস্তার
প্রোডাকশন ওয়াল হয়েছে।শুধু তাই নয় ওই রাস্তা আর মরামিকরন হবে না।গত দিনে পুরো চেয়ারম্যান কে বলে ঢালাই রাস্তার স্কীম পাস করানো হয়েছে।একদিকে লক ডাউন করোনা ভাইরাসের জন্য রাস্তার ঢালাইর কাজ আটকে আছে।তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তপন হাতি বলেন।

No comments