Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উত্তপ্ত খেজুরি !তৃণমূল-বিজেপি সংঘর্ষ ,পথ অবরোধ করল বিজেপি কর্মীরা

ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত খেজুরী।আর সেই খেজুরী বিধানসভার খেজুরি-১ পূর্ব মন্ডলের কামারদ এলাকায় বিজেপি কর্মীরা এলাকার বিভিন্ন জায়গায় দলীয় পতাকা টাঙাতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজে…




ফের বিজেপি তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত খেজুরী।আর সেই খেজুরী বিধানসভার খেজুরি-১ পূর্ব মন্ডলের কামারদ এলাকায় বিজেপি কর্মীরা এলাকার বিভিন্ন জায়গায় দলীয় পতাকা টাঙাতে গেলে তাদের উপর চড়াও হয়ে মারধর করে তৃণমূলের দুষ্কৃতীরা বলে অভিযোগ বিজেপির।
জানা গিয়েছে,খেজুরি-১ পূর্ব মন্ডলের কামারদা অঞ্চলের ১১৫ নং বুথ আমজাদনগরের বাসিন্দা,দলীয় শক্তিকেন্দ্র প্রমুখ সোমপ্রকাশ মাইতির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সমর্থকগন দলীয় পতাকা বিভিন্ন জায়গায় টাঙান।এরপর দুপুর নাগাদ উক্ত এলাকার কিছু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও তৃনমূলী হার্মাদদের নেতৃত্বে উক্ত বুথ সভাপতি সোমপ্রকাশ মাইতির বাড়িতে নৃশংস আক্রমণ চালানো হয় এবং সোমপ্রকাশবাবুর দাদা ওমপ্রকাশ মাইতি এবং উনার বৌদিকে প্রচণ্ড মারধর করে এবং সোমপ্রকাশবাবুর ছোট্ট ছেলের গলা টিপে ধরে।এই ঘটনার পর পুলিশকে জানানো হলে,পুলিশ এসে সোমপ্রকাশবাবু এবং উনার দাদা ওমপ্রকাশবাবুকেই গ্রেপ্তার করে,এবং হাসপাতালে ওমপ্রকাশবাবুর নামমাত্র চিকিৎসার পর তাঁকেও থানায় নিয়ে যাওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে খেজুরির বাঁশগোড়ার মিঁঞ‍্যামোড়ে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তাপস দোলাই,খেজুরি-১ পূর্ব মন্ডলের সভাপতি সুমন দাস এবং যুব নেতৃত্ব সুশোভন জানার নেতৃত্বে ওদলীয় সমর্থকগনের উপস্থিতিতে পথ অবরোধ হয়।
বিজেপির দাবি, পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের মধ‍্যযুগীয় বর্বর ঘৃণ্য শাসনব‍্যবস্থায়,আইনকানুন এবং নিয়ম শৃঙ্খলা যে চরম ন‍্যাক্কারজনক পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে তা এই ঘটনা আবারও প্রমাণ করে।

No comments