Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে পোস্টার

এতদিন ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগ উঠেছে দলীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে।সে নিয়ে শো-কজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন ব্লক নেতৃত্ব। এবার ব্লক নেতৃত্বের বিরুদ্ধে নন্দীগ্রামে পোস্টার।
 তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয…



এতদিন ক্ষতিপূরণ দুর্নীতির অভিযোগ উঠেছে দলীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে।সে নিয়ে শো-কজ করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন ব্লক নেতৃত্ব। এবার ব্লক নেতৃত্বের বিরুদ্ধে নন্দীগ্রামে পোস্টার।
 তৃণমূলের নন্দীগ্রাম বিধানসভা কমিটির চেয়ারম্যান ব্লক সভাপতির বিরুদ্ধে নন্দীগ্রামের হরিপুর, আমদাবাদ, আশদ তলা, ভেকুটিয়া, লকগেট প্রভৃতি এলাকায় পোস্টগুলো দেখতে পাওয়া যায়। পোস্টারে মেঘনাথ পালকে ডাকাত সম্মোধন করে লেখা রয়েছে।" হাসছে তৃণমূল কাঁদছে তৃণমূল... আম্ফান দুর্নীতিতে চোর তৃণমূলকে সাসপেন্ড করেছে.. ডাকাত মেঘনাথ পাল"।

আম্ফানের পরবর্তী পর্যায়ে বাড়ি ভাঙার ক্ষতিপূরণ দেওয়া নিয়ে গোটা জেলাতেই তৃণমূলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যতিক্রম নয় নন্দীগ্রাম ও। জেলায় ঝড়ের সর্বাধিক প্রভাব পড়েছিল এখানে অথচ স্থানীয় পঞ্চায়েত প্রধান বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী থেকে আমজনতা ।

ঘটনা তদন্তে জেলা তৃণমূলের পক্ষ থেকে নন্দীগ্রামে একটি কমিটি তৈরি করে অভিযুক্ত ১৮৮জন তৃণমূল নেতাকে শোকজ করে এবং ২৫ জনকে সাসপেন্ড করা হয়।  ওই কমিটির নেতৃত্বে ছিলেন মেঘনাথ ।তার নামেই পোস্টার পড়াতেই এলাকার গোল পড়েছে।
 যদিও পোষ্টারে কে বা কাদের তরফ থেকে দেওয়া হয়েছে  সে বিষয়ে তাতে কিছু লেখা নেই।
এটা বিরোধী নাকি তৃণমূলের গোষ্ঠী কোন্দল সে নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও দলীয় কোন্দলের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন মেঘনাথ। তিনি  জানিয়েছেন রাজনীতির মাঠে মোকাবিলা করতে না পেরে ব্যাক্তি আক্রমন করছে বিজেপি। পোস্টার লাগিয়ে কুত্তা করে প্রচারের আলোয় থাকতে চাইছে। বিজেপি জেলা তমলুক সহ সভাপতি-প্রলয় পালের অবশ্য দাবি "ধীরে ধীরে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ছে ।
তিনি বলেন প্রথমে তৃণমূলের চুনোপুঁটিদের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছিল ।এবার বড় কাতলার লেজে টান পড়েছে।


  

No comments