সকাল থেকে একুশে জুলাই শহীদ স্মরণে জন্য শহীদ বেদী ও পার্টি অফিস এবং এলাকা সুসজ্জিত করা হয়েছিল। হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ৪৭ নংবুথ ডালিম্বচক (পূর্ব) ।শহীদ দিবস পালন করা হয় ধুমধাম করে। উপস্থিত ছিলেন চকদ্বীপা অঞ্চলের তৃণমূল ক…
সকাল থেকে একুশে জুলাই শহীদ স্মরণে জন্য শহীদ বেদী ও পার্টি অফিস এবং এলাকা সুসজ্জিত করা হয়েছিল। হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলের ৪৭ নংবুথ ডালিম্বচক (পূর্ব) ।শহীদ দিবস পালন করা হয় ধুমধাম করে। উপস্থিত ছিলেন চকদ্বীপা অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রীমানস দাস,হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত কুমার হাজরা সহ সভাপতি সাইফুল ইসলাম সাহেব, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সোমনাথ ভূঞ্যা ও এই বুথের পঞ্চায়েত সদস্যা নমিতা দাস অধিকারী । এলাকা তৃণমূল শুভানুধ্যায়ী কর্মীবৃন্দ।
কিন্তু ভার্চুয়াল সভার পরেই হলদিয়া ব্লকের চকদ্বীপা অঞ্চলে ৪৭ নম্বর বুথে ঘটলো আরেক ঘটনা। সাজান পার্টি অফিস এবং শহীদ বেদী লন্ডভন্ড করে দেয় এলাকার কিছু দুষ্কৃতী। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/bAUCTnkVke4
জানা যায় প্রতিবাদ জানাতে গিয়ে ওই এলাকার তৃণমূল কর্মী শ্যামল ঘোড়াই(৩১) কে হাঁসুয়া কোপ দেয় বলে অভিযোগ। জানা যায় ওই এলাকার বিজেপি কর্মী অশোক সান্ধকী র নামে থানায় অভিযোগ করেছে।বিজেপি নেতৃত্ব পূর্ব মেদিনীপুর জেলা ভারতীয় মজদুর সংঘের কার্যকরী সভাপতি প্রদীপ বিজলী বলেন আমাদের কর্মী রাস্তায় বেরোতে পারে না তৃণমূলের দাপটে। সেখানে আমাদের কর্মী তৃণমূল কর্মীকে মারধর করেছে এটা অবাস্তব। আমাদের দলের উপর কালিমালিপ্ত করতে চায় তৃণমূল।এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে তিনি বলেন। ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। ভবানীপুর থানার পুলিশ তদন্তে নেমেছে।
No comments